Shahabuddin Chuppu: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি শাহবুদ্দীন চুপ্পু ! আজই নাম ঘোষণা সরকারের

।। প্রথম কলকাতা ।।

Shahabuddin Chuppu: বাংলাদেশ পেতে চলেছে তার নতুন রাষ্ট্রপতিকে, নাম শাহবুদ্দীন চুপ্পু। রাজনৈতিক মহলে ‘চুপ্পুভাই’ নামে পরিচিত তিনি। আজ, রবিবার বাংলাদেশ সরকার নতুন রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে। তাঁকে নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।

ওপার বাংলার ২২তম রাষ্টপতি হচ্ছেন শাহবুদ্দীন। আজ তাঁর নাম নির্বাচন কমিশনে দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খবর শুনে চুপ্পুর কথা, ‘সবই আল্লাহর ইচ্ছা’। প্রাক্তন এই বিচারপতি একটা সময় ‘দুদক’-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। চলতি বছরে শেষেই রয়েছে বাংলাদেশের (Bangladesh) সাধারণ নির্বাচন। সেদিক থেকে রাষ্ট্রপতির পদটি একটা আলাদা মাত্রা যোগ করে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে সংসদে আওয়ামী লীগের (Awami League) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আর তাই রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দলের প্রার্থী দেওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে যিনি যাবেন তিনি এই পদে নির্বাচিত হবেন। ১৯৯১-তে সংসদীয় ব্যবস্থায় ফেরার পর মাত্র একবারই রাষ্ট্রপতি পদে ভোটের প্রয়োজন পড়েছিল।

প্রাক্তন মুক্তিযোদ্ধা শাহবুদ্দীন এই মুহূর্তে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। শেখ হাসিনার আস্থাভাজনদের মধ্যে নাম রয়েছে তাঁর। গত বছরই তাঁকে লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছিলেন ওপার বাংলার প্রধানমন্ত্রী। তাঁর আইন সম্পর্কিত জ্ঞান রয়েছে এবং অভিজ্ঞতার নিরিখে তিনি শ্রেষ্ঠ। মহম্মদ আবদুল হামিদের (Mohammad Abdul Hamid) মেয়াদ শেষের দিকে আসতেই, তাঁর উত্তরসূরী হিসেবে কাকে বাছা হবে, তাই নিয়ে চর্চা শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক মহলে। নির্বাচন আগামী ১৯ তারিখ। বিগত এতদিনে কোনও প্রার্থীর নাম প্রকাশ করেনি আওয়ামী লীগ। রবিবার অর্থাৎ আজ ছিল মনোনয়নের শেষ দিন। অবশেষে প্রার্থীর নাম প্রকাশ করেছে সরকার।

বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি প্রথম যিনি টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৭১-এ ওপার বাংলা স্বাধীন হওয়ার পর আবদুল হামিদ ছাড়া আরও ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব নিভিয়েছেন। সম্প্রতি হামিদের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আবদুল হামিদের আত্মজীবনীকে জাতির জন্য এক অমূল্য সম্পদ’ হিসেবে বর্ণনা দিয়েছেন। এবার তাঁর জায়গায় বসতে চলেছেন শাহবুদ্দীন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version