Calcutta High Court: কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম

।। প্রথম কলকাতা ।।

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি হচ্ছেন টিএস শিবজ্ঞানম (TS Sivagnanam)। ৩১শে মার্চ শুক্রবার থেকে তিনি এই পদের দায়িত্ব নেবেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রক কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি টিএস শিবজ্ঞানমের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসরে যাওয়ার পর বিচারপতি শিবজ্ঞানম এই পদটি গ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কলকাতা হাইকোর্টের বিচারক হিসাবে মিঃ বিচারপতি টি এস শিবজ্ঞানম যে সময়কালের দায়িত্ব পালন করেছেন তা সেই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে তাঁর কাজের ক্ষেত্রে দরকারী অভিজ্ঞতা প্রদান করবে।” বিচারপতি শিবজ্ঞানমের প্রধান বিচারপতি হিসাবে মেয়াদ ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর অবধি।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৯ ফেব্রুয়ারি বিচারপতি শিবজ্ঞানমকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশের কথা জানায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘ চাকরি জীবন শেষ করে অবসর নিতে চলেছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন বিচারপতি শিবজ্ঞানম। লয়োলা কলেজ, চেন্নাই এবং বি.এল. মাদ্রাজ ল কলেজ থেকে বিএসসি শেষ করেন। ১৯৮৬ সালের সেপ্টেম্বরে তামিলনাড়ুর বার কাউন্সিলে নথিভুক্ত হন শিবজ্ঞানম। ২০০৯ সালের মার্চে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এবং দুই বছর পরে তাকে স্থায়ী করা হয়। এক দশকেরও বেশি সময় পরে, তিনি কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হন। যেখানে তিনি ২৫ অক্টোবর ২০২১ সালে দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version