India Sri Lanka: সমুদ্রের তলায় পাইপলাইনের জাল, ‍শ্রীলঙ্কার আচ্ছে দিন ? এই সেতুতেই চীনকে কাউন্টার করার ছক ভারতের

।। প্রথম কলকাতা ।।

India Sri Lanka: নতুন সেতুতে জুড়ছে ভারত-শ্রীলঙ্কা। সমুদ্রের তলায় বিছানো হবে তেলের পাইপলাইন। চীনকে এই পথেই কাউন্টার করার ছক ভারতের। ভারত-শ্রীলঙ্কার অর্থনীতিতে বড় বদল? জ্বালানি খাতেও জোয়ার। যোগাযোগের তিন মাধ্যম আরও বেশি প্রশস্ত, আরও বেশি চওড়া। হাজার বছরের সম্পর্কে নতুন করে অক্সিজেন জোগাচ্ছে ভারত শ্রীলঙ্কা। বড় পরিকল্পনায় সামিল দুই দেশ। শ্রীলঙ্কার জ্বালানি সংকট কাটাতে ভারতের দক্ষিণাঞ্চল থেকে শ্রীলঙ্কা পর্যন্ত পেট্রোলিয়াম পাইপলাইন তৈরির প্ল্যান করছে দুই দেশ। সমুদ্রের তলদেশে তার ও পেট্রোলিয়াম পাইপলাইনের মাধ্যমে পাওয়ার গ্রিডগুলোকে সংযুক্ত করার প্রকল্পে মোট খরচ হবে ৪ বিলিয়ন। প্রতিবেশী দ্বীপদেশ শ্রীলঙ্কার সঙ্গে স্থলসংযোগ সেতু নির্মাণেরও উদ্যোগ ভারতের।

কারণ পাক প্রণালি দুই দেশকে বিভক্ত করে রেখেছে। এর দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। এই সেতু নির্মাণ হলে ত্রিঙ্কোমালি ও কলম্বোর মতো শ্রীলংকার গুরুত্বপূর্ণ বন্দরে ভারতের প্রবেশের রাস্তা তৈরি হবে। যা দুই দেশের ‘হাজার বছরের’ সম্পর্ককে শক্তিশালী করবে। শুধু তাই নয়; জল, স্থল ও আকাশ পথে দুই দেশের যোগাযোগ বাড়ানোর রাস্তা আরও চওড়া হবে। অলরেডি দুই দেশের মধ্যে বিমান সংযোগ বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে। ভারতের তামিলনাড়ুর নাগাপট্টিনাম ও শ্রীলঙ্কার কাঙ্কেসান্তুরাইয়ের মধ্যে যাত্রী ফেরি পরিষেবা চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই পুরো বিষয়টা যাচাই করে দেখবে নয়াদিল্লি ও কলম্বো।

 

আর প্ল্যান সাকসেসফুল হলে, শক্তিশালী, নিরাপদ ও উন্নত শ্রীলঙ্কা শুধু ভারতের জন্যই সুবিধাজনক নয়, পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য সুবিধা বয়ে আনবে। আসলে, ভারতের ‘প্রতিবেশী অগ্রাধিকার নীতি’ ও ‘সাগর’ ভিশন উভয় ক্ষেত্রেই শ্রীলঙ্কা একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। গত বৃহস্পতিবার দুদিনের সফরে ভারতে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের ভারত সফরকালে দুই দেশের শীর্ষ নেতারা সম্পর্ক জোরদার এর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বলেছেন ভারত শ্রীলঙ্কার নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়ন একে অপরের সঙ্গে জড়িত।

একটু মনে করিয়ে দিই, গত বছর শ্রীলঙ্কা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছিল ভারত। সঙ্কটের সময় শ্রীলঙ্কার জনগণের জন্য সবসময় পাশে দাঁড়িয়েছে ভারত। বাণিজ্য বাড়াতে শ্রীলঙ্কা অলরেডি ভারতীয় রুপির মাধ্যমে লেনদেন শুরু করেছে। আর এবার সেতু ও পেট্রোলিয়াম পাইপলাইন স্থাপনের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও বেশি দৃঢ় হতে চলেছে। যা, ভারতের চীনকে কাউন্টার করার ছক গুলোর মধ্যে একটা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version