ঘোষিত হল বাংলার স্থায়ী রাজ্যপালের নাম, দায়িত্বে এবার সি ভি আনন্দ বোস

।। প্রথম কলকাতা।।

বৃহস্পতিবার ঘোষণা করা হল পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপালের নাম। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে করা ঘোষণা অনুযায়ী বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন সি ভি আনন্দ বোস। তিনি প্রাক্তন আইএএস আধিকারিক।

রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এই রাজ্যের স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডক্টর সি ভি আনন্দ বোস। পদবি শুনে যদিও বা তাকে বাঙালি বলে মনে হয় তবে তিনি আদতে দক্ষিণ ভারতের বাসিন্দা । সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই প্রশাসনিক রাজনীতির সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর।

জগদীপ ধনখড় যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিলেন তিনি উপরাষ্ট্রপতি হওয়ার পর এই রাজ্যের জন্য অস্থায়ী রাজ্যপাল হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল লা গণেশনের। এতদিন পর্যন্ত রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে ছিলেন তিনি। এবার সেই জায়গায় আসতে চলেছেন বিশিষ্ট আমলা সি ভি আনন্দ বোস। একই সঙ্গে এদিন রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে সাংবাদিক বিবৃতিতে জানানো হয়েছে, যেদিন থেকে উনি দফতরের দায়িত্ব গ্রহণ করবেন সেদিন থেকেই তাঁর নিয়োগের মেয়াদ শুরু হয়ে যাবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version