SLST job Seekers: শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক আগামীকাল, থাকবেন কুণালও, কোন পরিচয়ে ?

।। প্রথম কলকাতা।।

SLST job Seekers: সোমবার অর্থাৎ আগামীকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসবেন এসএলএসটি (নবম থেকে দ্বাদশ শ্রেণির) চাকরিপ্রার্থীরা। সেখানে উপস্থিত থাকার কথা তৃণমূলের কুণাল ঘোষেরও । কিন্তু তিনি কেন থাকবেন ? সরকারি পদে না থাকার কারণে এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে। কিন্তু সেই সব প্রশ্নের উত্তর দেন কুণাল ঘোষ এবং এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম মুখ অভিষেক সেন।

উল্লেখ্য, গতকালই গান্ধীমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চ সিপিএম, কংগ্রেস, বিজেপি পরিবৃত হয়ে ছিল। আন্দোলনমঞ্চে হঠাৎই হাজির হন কুণাল ঘোষও (Kunal Ghosh)। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে দেখেই সেখানকার পরিবেশ অশান্ত হয়ে উঠে। ধর্নামঞ্চে গিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছিলেন, ‘কারও কথায় আসিনি, মাথা কামানোর ছবি দেখে এসেছি। চাকরিপ্রার্থী চুল কেটে ফেলছেন, টেলিভিশনে দেখলাম, এ দৃশ্য দেখতে পারছি না’।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুসারে জানা গেছে, কুণাল ঘোষ বলছেন, ‘‘চাকরিপ্রার্থীরা আমায় অনুরোধ করেছেন। আমি ওঁদের তরফে যাব।’’ এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম মুখ অভিষেক সেন বললেন, ‘‘আমরা চেয়েছিলাম কুণালদা আমাদের হয়ে বৈঠকে থাকুন। তিনি তাতে রাজি হয়েছেন।’’ নিয়োগ সংক্রান্ত বিষয়ে যতই রাজনৈতিক কচকচানি থাকুক না কেন , জট খুলুক, আইনি সমস্যা কাটুক, নিয়োগ হোক। এটা সকলেই চান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version