Alipurduar Accident: পিকনিকের আনন্দ বদলে গেল কান্নায়! ভয়াবহ দুর্ঘটনার মুখে যাত্রীবাহী বাস

।। প্রথম কলকাতা ।।

Alipurduar Accident: ডিসেম্বর থেকেই পিকনিকের মরশুম শুরু হয়ে গিয়েছিল। আর নতুন বছর আসতেই প্রতিদিনই প্রায় পিকনিক চলছে। শীতের মরশুমে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে পিকনিকের মজাটাই আলাদা। কিন্তু এই পিকনিকের পরিকল্পনাই ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে ঠেলে দিল একদল মানুষকে। যারা নতুন পিকনিক স্পটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু মাঝপথে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা (Accident) তাদের সমস্ত পরিকল্পনা বিগড়ে দেয়। ঘটনাটি ঘটে বীরপাড়া ট্রাফিক টার্নিংয়ে। একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সজোরে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের।

আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কামাখ্যাগুড়ির মধ্য পারোকাটার বাসিন্দারা শুক্রবার ফাগু নামক একটি পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সকাল সাড়ে সাতটা নাগাদ। কিন্তু বাসটি যখন মাদারিহাটের কাছে আসে তখনই দুর্ঘটনাটি ঘটে। পিকনিকের (Picnic) বাসটি (Bus) পারোকাটা থেকে শিলিগুড়ির ফাগুর উদ্দেশ্যে যাচ্ছিল। আর মাদারিহাট এলাকায় উল্টো দিক থেকে আসছিল পাথর বোঝাই করা একটি ট্রাক (Truck)। মুহূর্তের মধ্যে ওই ট্রাকের সঙ্গে পিকনিকের বাসের ভয়ঙ্কর সংঘর্ষ হয়। মাদারিহাট এশিয়ান হাইওয়ের ওপরে এই সংঘর্ষে রীতিমতো দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনায় আহত হন ২৫ জন।

স্থানীয় বাসিন্দারা স্বচক্ষে সমস্ত ঘটনার সাক্ষী থাকার পর তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় মাদারিহাট থানার পুলিশকে। আহতদেরকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ২৫ জন আহতের মধ্যে ছয় জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানতে পারা গিয়েছে। তাদেরকে রেফার করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , এই এশিয়ান হাইওয়ের (Asian Highway) ওপরে পণ্যবাহী গাড়িগুলি যথেচ্ছ ভাবে চলাচল করে। তাঁরা কোনো রকম নিয়ম মানে না । এই কারণেই পিকনিক করতে যাওয়া মানুষগুলিকে এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version