Modi-Mamata Meeting: মোদী-মমতার বৈঠকের ব্যবধান ২০ মিনিট, মুখ্যমন্ত্রীর কথা মন দিয়ে শুনলেন নমো, কী কী কথা হল ?

।। প্রথম কলকাতা ।।

Modi-Mamata Meeting: শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। নির্ধারিত সময়ের শেষ হয়ে যায় ওই বৈঠক। বেলা ১১টা ২০ মিনিট থেকে শুরু হয় বৈঠক। বৈঠক চলে প্রায় ১১টা ৪০ মিনিট পর্যন্ত। বৈঠকের ব্যবধান ছিল ২০ মিনিট। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-লোকসভা এবং রাজ্যসভার ন’জন সাংসদ। মোট ১০ জনের একটা প্রতিনিধি দল গিয়েছিল। কেন্দ্র হাত গুটিয়ে বসে থাকায় রাজ্যের উন্নয়ন থমকে রয়েছে বলে একাধিকবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ১০০ দিনের শ্রমিকদের বকেয়া সহ একগুচ্ছ দাবি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে বাংলার মুখ্যমন্ত্রী।

এর আগেও বকেয়া আদায়ের দাবিতে দিল্লির দরবারে পৌঁছেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই মর্মে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎও হয়। এমনকী তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করে দিল্লিতে । আজ ফের মোদীর সাথে দেখা করলেন মমতা। প্রাপ্য টাকা বাংলা পাবে কি না সেই প্রশ্নের উত্তর চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা।

কী কথা হল মোদী-মমতার ?

১) আমাদের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। সংবিধানকে সম্মান দিয়ে এই টাকা আমাদের মিটিয়ে দেওয়া উচিত। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২) একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন মোদী। কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তারা থাকবেন সেই কমিটিতে। তারা খতিয়ে দেখবে গোটা পরিস্থিতি। তার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

৩) আবাস যোজনা, গ্রামোন্নয়নের প্রকল্প, হেলথ মিশনের প্রকল্প বন্ধ করে দিয়েছে। অর্থ কমিশনের টাকাও পাচ্ছি না। কোনও ভুল হলে আপনি টাকা বন্ধ করে দিন। কিন্তু ১৫৫টা পর্যবেক্ষক দল বাংলায় গিয়েছেন। আমাদের যা ব্যাখ্যা দেওয়ার ছিল, তা দিয়েছি। আজ পর্যন্ত কিছু হয়নি।

৪ ) মমতার কথায়, মোদী বলেছেন, ওনার অফিসার ও আমাদের অফিসার বৈঠক করবে। প্রয়োজনীয় যাবতীয় ব্যাখ্যা দেওয়া হবে। আমরা ভাগ পাচ্ছি না কেন্দ্রের। গরিব মানুষদের টাকা বন্ধ করে রাখা ঠিক নয়। প্রধানমন্ত্রী মন দিয়ে আমার কথা শুনেছেন।

উল্লেখ্য, এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকারের ফলে রাজ্যবাসীর সমস্যার কোনও সুরাহা হয় কি না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version