IT Raid: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ি-কারখানায় হানা আয়কর দফতরের, খোঁজ মিলল কয়েক কোটি টাকার

।। প্রথম কলকাতা ।।

IT Raid: বিগত বছরে কলকাতার একাধিক জায়গা থেকে কয়েক কোটি টাকা উদ্ধারের ঘটনা এখনও পর্যন্ত রাজ্যবাসীর স্মৃতিতে রয়ে গিয়েছে। ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেনের (Jakir Hossain) বাড়িতে হানা দিল আয়কর দফতরের আধিকারিকরা। শুধুমাত্র বাড়ি নয়, তাঁর বিড়ির কারখানা এবং গুদামে তল্লাশি চালান তাঁরা। বুধবার থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী (Former State Minister) তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ির সহ কারখানায় দফায় দফায় তল্লাশি চালায় আয়কর দফতর (IT Department)। আর সেই তল্লাশিতেই উদ্ধার করা হয় ১৫ কোটি টাকা।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শিব বিড়ি, সামশেরগঞ্জের আনন্দ বিড়ি এবং বিজলি বিড়ির মালিক হলেন বিধায়ক জাকির হোসেন। বুধবার বেলা এগারোটা নাগাদ মুর্শিদাবাদের সুতিতে জাকির হোসেনের বাড়ি সংলগ্ন বিড়ি কারখানায় এসে উপস্থিত হন আয়কর দফতরের আধিকারিকরা। তাদের সঙ্গে আসেন বিএসএফ জওয়ানরা। ঘিরে ফেলা হয় কারখানা এবং বাড়ি। আর তারপর চলে তল্লাশি সকল বিড়ি কারখানায়। কারখানার নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। এছাড়াও প্রতিবেদনটি লেখা পর্যন্ত তল্লাশি চলাকালীন উদ্ধার (Money Recovery) করা হয় ১৫ কোটি টাকা।

আয়কর দফতরের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাকিরের একটি গোডাউন থেকে উদ্ধার করা হয় ২ কোটি টাকা। এছাড়াও অন্য একটি জায়গা থেকে উদ্ধার করা হয় ৯ কোটি টাকা। কিন্তু এই আয়কর হানায় সন্তুষ্ট নন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। তাঁর দাবি, তিনি একজন ব্যবসায়ী এবং বিধায়ক। গত ২৩ বছর ধরে ব্যবসায়ী হিসেবে আয়কর দিয়ে আসছেন তিনি। আয়কর দফতরের তল্লাশিতে তাঁর কোন অভিযোগ না থাকলেও তল্লাশির পদ্ধতি নিয়ে অভিযোগ রয়েছে। তিনি জানান, আয়কর দফতরের আধিকারিকদের তরফ থেকে তাকে সময় দেওয়া হয়নি। সব সময় হিসাব রক্ষক থাকেন না। অভিযানের পদ্ধতি আলাদা হলেই ভালো হতো, এমনটাই মতামত তৃণমূল বিধায়কের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version