একনাগাড়ে বৃষ্টিতে শুকোচ্ছে না প্রতিমা! কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের!

।। প্রথম কলকাতা ।।

একনাগাড়ে বৃষ্টিতে শুকোচ্ছে না প্রতিমা! কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের। টানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন মালদার মৃৎশিল্পীরা। প্রতিমা না শুকোনোয় মাথায় হাত তাঁদের। একদিকে শুরু হয়ে গেছে পুজোর কাউনডাউন অন্যদিকে, বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। বর্ষার সময়ে সে ভাবে বৃষ্টি না হলেও, অগস্টের মাঝামাঝি সময় থেকে পরপর নিম্নচাপে নাজেহাল অবস্থা মানুষের।

দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। আর সপ্তাহখানেক পর থেকেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে যেতে শুরু করবে। কিন্তু টানা বৃষ্টির জেরে কাজ করাই দায় হয়ে দাঁড়িয়েছে মৃৎশিল্পীদের। বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার জন্য প্রতিমার মাটিই শুকোচ্ছে না। এই অবস্থায় কী করবেন ভেবে পাচ্ছেন না শিল্পীরা। বার্ণার দিয়ে প্রতিমার মাটির শুকতে হচ্ছে তাঁদের। মৃৎ শিল্পী নিখিল পাল আক্ষেপের সুরে জানিয়েছেন, চতুর দিকে ভারি বৃষ্টির ফলে এক তো মাটি নিয়েও সমস্যায় পড়েছেন। তার ওপর মাটি থেকে শুরু করে প্রতিমা তৈরীর সরঞ্জাম সবকিছুর দাম অন্য বারের তুলনায় এবার দ্বিগুণ।

সূর্যের মুখ না দেখার ফলে প্রতিমার মাটির প্রলেপ শুকাচ্ছে না। তার ওপর লাগাতার বৃষ্টিতে মাটি পাওয়ার সমস্যা। সব মিলিয়ে কার্যত হতাশ তাঁরা। নিজের নিজের এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রতিমার বরাত আসে। কাজেই এ সময় নাওয়া-খাওয়া ভুলে প্রতিমা তৈরিতেই ব্যস্ত তাঁরা। কিন্তু তাঁদের কাজে সমস্যা তৈরি করছে বৃষ্টি। শিল্পীরা জানান, প্রতিমায় মাটি লাগানোর কাজ প্রায় শেষ। এখন শুধু রঙের কাজ বাকি। কিন্তু প্রতিমা না শুকোলে রঙের কাজ করা যায় না। এছাড়াও প্রতিমার সাজসজ্জা সহ আরো অনেক কাজই বাকি। টানা বৃষ্টি সেই কাজে অনেকটাই সমস্যা তৈরি করছে।

আর কয়েক দিন পর থেকেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা পাঠানোর কথা। কি করে সব কাজ শেষ করবেন তা ভেবে পাচ্ছেন না তাঁরা। প্রতিমা তৈরীর কাজ আদৌ সময় মত হবে কিনা তাই নিয়ে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা সূর্যের দেখা না পেয়ে বাধ্য হয়ে বার্নার দিয়ে প্রতিমার মাটির প্রলেপ শুকাতে হচ্ছে। পূজা উদ্যোক্তাদের সময় মতো প্রতিমা দিতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় প্রতিমা শিল্পীরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version