Rachna Banerjee: রচনার পাশে পাশে ঘুরছেন স্বামী, সাংসদ হওয়ার পর এক্সট্রা কেয়ার ?

।। প্রথম কলকাতা ।।

 

Rachna Banerjee: লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে রচনার সাথে সব সময় রয়েছেন তাঁর স্বামীও। এতোদিন তো রচনা একাই থাকতেন। বরকে কখনও দেখাই যেত না। এখন দেখুন, যেখানে রচনা সেখানে পিছুপিছু স্বামী প্রবাল। প্রবালের বুকে রচনার ছবি। আবার কখনও কাছছাড়াই করেছন না।

 

ভোটে জেতার পর স্বামী প্রবালের সঙ্গে দূরত্ব ঘুচল দিদি নম্বর ওয়ানের? নাকি প্রয়োজনে রচনার সাথে যোগাযোগ বাড়ালেন? নেটিজেনরা কিন্তু এমনটাই প্রশ্ন তুলছেন। “যা ছোঁয় তাই সোনা হয়”, স্ত্রী জিততেই গর্বে ফেটে পড়লেন রচনার স্বামী। স্ত্রীকে নিয়ে আর কী বললেন গর্বিত প্রবাল বসু? এতোদিন কেন তাঁকে দেখা যায়নি দিদি নম্বর ওয়ানের সাথে?

 

প্রার্থী হিসেবে রচনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর পাশে রয়েছেন প্রবাস বসু। প্রচারের কাজেও সঙ্গ দিয়েছেন, আবার অভিনেত্রী যখন মনোনয়নপত্র জমা দিতে যান তখনও পাশে ছিলেন তিনি। অথচ তার আগেপর্যন্ত রচনার বহু ভক্ত তাঁকে চিনতেনই না!

 

আগেই আঁচ পেয়েছিলেন যে এবার তাঁর স্ত্রীই বিজয়ী হবে। ৪ জুন ভোট গণনার সময় তিনি সারাক্ষণ রচনার পাশে থেকেছেন। প্রবাল বসু রচনা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে বলেন, এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না। আসলে রচনা এমনই, ও যা ছোঁয় সেটাই সোনা হয়ে যায়। যেখানে হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে’। নেটিজেনরা বলছেন তাহলে কেন রচনার ব্যবসার জায়গায় প্রবালকে সঙ্গ দিতে দেখা যায়নি।

 

নাকি রচনা জিততেই প্রবাল একটু বেশি দেখা করছেন। বলছেন ভক্তদের একাংশ। এরপর দিদি নম্বর ওয়ান জয়ী হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন তিনি। তামিল, তেলুগু, কন্নড়ের পাশাপাশি চুটিয়ে ওড়িয়া সিনেমায় কাজ করেছেন রচনা। ওড়িয়া সিনেমার সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রকে মন দিয়েছিলেন রচনা। যিনি এই লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন। ২০০৪ সালে বিয়ে নাকি হয়েছিল দুজনের। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি।

 

এর পর প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। ছেলে রৌণকের জন্ম হয়। যদিও প্রবালের সঙ্গে থাকেন না রচনা। নিজের বিবাহিত জীবন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “আমি ম্যারেড। নট হ্যাপিলি ম্যারেড। ডিভোর্স হয়নি। আমি আমার ছেলের জন্য ডিভোর্সি হইনি। আমি কখনও চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে ‘আমার বাবা-মা ডিভোর্সড’। আমি চাইনি আমার ছেলে সেটা ফেস করুক। আমার ছেলে বড় হচ্ছে, তার বন্ধু-বান্ধব হচ্ছে. তাঁকে তো শুনতে হবে কথা!এটা আমার ও আমার স্বামীর যৌথভাবে নেওয়া সিদ্ধান্ত যে আমরা বন্ধু হিসেবে থাকব”।

 

প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরে। কেবল দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা হিসেবে দেখা যায় তাঁকে। এছাড়া তাঁর শাড়ির ব্যবসা আছে। এবার হুগলির মানুষের হয়ে তিনি লোকসভায় কথা বলবেন। কাঁধে বড় দায়িত্ব।

 

https://fb.watch/sxoicW927z/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version