Mamata Banerjee: ‘কালকে তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল’, বর্ধমানের সভামঞ্চ থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার থেকে জেলা সফর শুরু করেছেন। আজ তিনি এসে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার গোদাতে। সেখানেই একটি জনসভার আয়োজন করা হয় এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের সকল জেলার নেতৃত্বদের সঙ্গে নিয়ে এই জনসভা করা হয়। পূর্ব বর্ধমানে সভা মঞ্চ থেকে বর্ধমানের উন্নয়ন প্রকল্পে কী কী কাজ আগামী দিনে করা হবে জানান। যে কাজগুলো করা হয়ে গিয়েছে তাঁর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এছাড়াও কেন্দ্রীয় বাজেট নিয়ে ফের সরব হন তিনি।

‘শেয়ার বাজারে ধস নেমেছিল’

সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “কালকে তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল। কেন পড়ে যাচ্ছিল ? শেয়ারবাজারে ধ্বস নেমেছিল। কাউকে কাউকে রিকোয়েস্ট করে, ৬- ৮ জনকে ফোন করে, কাউকে বলেছে ২০ হাজার কোটি টাকা দাও, কাউকে বলেছে ৩০ হাজার কোটি টাকা দাও। নামগুলো আমরা জানি কিন্তু বলব না “।

জেলায় প্রথম ফরেন্সিক ল্যাব

এদিন পূর্ব বর্ধমানের মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্বোধন করেন বর্ধমানের প্রথম ফরেন্সিক ল্যাব (Forensic Lab)। রাজ্যের তরফ থেকে এই প্রথম আঞ্চলিক ফরেন্সিক ল্যাব উপহার দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানকে। যার মাধ্যমে দু’লক্ষ তিরিশ হাজার মানুষ সরকারি পরিষেবা পেতে পারবেন এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়াও পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নে কালনা থেকে শান্তিপুর সেতু, অজয় নদীর উপর ব্রিজ, বীরভূমের ইলামবাজারের উপর সেতু, অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি প্রদআন এবং বর্ধমান হাওড়া হুগলির বিভিন্ন গ্রামাঞ্চলে বন্যা রুখতে রাজ্যের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

‘আমার মুখ বন্ধ করা যাবে না’

মুখ্যমন্ত্রী এদিন বলেন কেন্দ্রীয় শাসক দল যাই করুক না কেন তাঁর মুখ বন্ধ করা যাবে না। এদিন মুখ্যমন্ত্রী আবারও অভিযোগ জানান, ১০০ দিনের কাজের টাকা কেটে নিয়েছে কেন্দ্র। রেশনের টাকা কেটে নেওয়া হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এমনকি মেডিকেল ইন্সুরেন্স নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কেন্দ্রের কাছ থেকে রাজ্য ১০০ দিনের প্রকল্পে কয়েক হাজার কোটি টাকা পায়। কিন্তু যারা কাজ করেছে তাদেরকে টাকা দেওয়া হয়নি। রাজ্য সরকার নিজের কাছ থেকে সেই টাকা দিয়েছে। এছাড়াও ঐক্যশ্রীর টাকা দিয়েছে রাজ্য। ষ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের এগিয়ে যাওয়ার স্বপ্ন যাতে নষ্ট না হয় তার জন্য চেষ্টা করে চলছে রাজ্য সরকার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version