River traffic police: অতীতের গরিমা আর নেই, কমেছে কাজের ভার রিভার ট্রাফিক পুলিশের

।। প্রথম কলকাতা ।।

River traffic police: একসময় ব্যস্ততা ও তৎপরতার আরেক নাম ছিল কলকাতা পুলিশের অধীনে থাকা রিভার ট্রাফিক বিভাগ। এখন ভেসে আসা মৃতদেহ উদ্ধার আর নদীর দুপারের বাসিন্দাদের সচেতন করা ছাড়া সেভাবে কাজ নেই দেশের একসময়ের অতি গুরুত্বপূর্ণ পুলিশের এই বিভাগের। ইটিভি ভারত এর প্রকাশিত খবর অনুযায়ী এই তথ্য পাওয়া গিয়েছে।

একসময় কলকাতা পুলিশের রিভার ট্রাফিক বিভাগের কর্মদক্ষতা গোটা দেশে আলাদা নজির তৈরি করেছিল। তখন হুগলি নদী ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ। দিন রাত এক করে কলকাতা বন্দরের জাহাজ স্টিমার যাতায়াত সামলাতে ব্যস্ত থাকতে হতো কলকাতা পুলিশের রিভার ট্রাফিক বিভাগকে। প্রয়োজনের খাতিরেই ১৮ শতকে ৯ জন আধিকারিক, ১৮ জন পিয়ন এবং ৯২ জন মাঝিকে নিয়ে তৎকালীন জল পুলিশ তৈরি করা হয়েছিল। ব্রিটিশ আমলে জাহাজ-বজরা ছোট বড় নৌকোর ভিড়ে ঠাসা কলকাতা বন্দর সামাল দিতে তৈরি করা হয়েছিল রিভার ট্রাফিক পুলিশ। জলপথে আসা ডাকাতদেরও সামলাতে হতো তাদের।

দিনে দিনে নাব্যতা হারিয়েছে হুগলি নদী। বন্ধ হয়েছে জাহাজ ঢোকা। বন্ধ নদীপথে বাণিজ্য। তার সঙ্গে তাল মিলিয়ে গুরুত্ব হারিয়েছে কলকাতা পুলিশের এই রিভার ট্রাফিক বিভাগ। এখন হুগলি নদীতে জোয়ারের সময় ভেসে আসা দেহ সংগ্রহ এবং সৎকার ছাড়া তেমন কোনো কাজ নাই এই পুলিশের। বলা যেতে পারে কলকাতা পুলিশের এই বিভাগ বর্তমানে কার্যত নামেই রয়েছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version