Weather Update: রবিবার ছুটির মজা মাটি করল বৃষ্টি, আবহাওয়ার দুর্যোগ কবে কাটবে?

।। প্রথম কলকাতা ।।

 

Weather Update: ছুটির দিনের আনন্দ মাটি করে দিল বৃষ্টি(Rain)। কলকাতাসহ(Kolkata) দক্ষিণবঙ্গে রবিবার(Sunday) দফায় দফায় বৃষ্টি। একদিকে ঝোড়ো হাওয়া, অপরদিকে নিম্নচাপ। দুয়ের মিলমিশে সারাক্ষণ স্যাঁতস্যাতে আবহাওয়া বিরাজ করছে। ছুটির দিন বলে কথা, সেখানে অনেকের নানান পরিকল্পনা থাকে। শপিং থেকে শুরু করে বিকেল বেলা একটু ঘুরতে যাওয়া। সবকিছুতেই জল ঢেলে দিয়েছে একটানা বৃষ্টি। অনেকেই ভাবছেন, এই দুর্যোগ কবে কাটবে। বেশ কয়েকদিন ধরেই হাওয়া অফিস বারংবার জানিয়েছে, বঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগ থেকে এখনই মুক্তি নেই। আপাতত আকাশ পরিষ্কার হতে আরও কয়েকদিন সময় লাগবে।

 

হাওয়া অফিস বলছে, রবিবারটা হয়ত এভাবে বৃষ্টির মধ্যেই কাটাতে হতে পারে। আগামী বেশ কয়েক ঘণ্টায় টানা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের ভিজবে দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক অংশ। সন্ধ্যার দিকে বজ্রপাত হতে পারে। একদিকে রয়েছে চৈত্রের ঝোড়ো হাওয়া, অপরদিকে তার দোসর হয়েছে নিম্নচাপ। কয়েকদিন ধরে দুপুরের দিকে বেশ গরম পড়েছিল। সেই জায়গায় ঝড় বৃষ্টি একটু আরামদায়ক হলেও ছুটির দিন মাটি করে দিয়েছে। হাওয়া অফিস বলছে, ২২ তারিখের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল ঘটবে। পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন দেখবেন। উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তন হবে ২১ তারিখ থেকে। ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং আকাশ পরিস্কার হবে।

আবহাওয়ার এই রদবদলের পিছনে কাজ করছে ঘূর্ণাবর্ত, যা রয়েছে ছত্তিশগড়ে এবং ঝাড়খণ্ডের উপর। পাশাপাশি বঙ্গোপসাগর দিয়ে বঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে বিহার থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত, আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বিহার পর্যন্ত। দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতে প্রায় দফায় দফায় ঝড় বৃষ্টি দেখা দিয়েছে। পাশাপাশি বইছে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে থাকতে হবে কয়েকদিন। ২১ তারিখের পর থেকে স্বস্তি মিলতে পারে।

 

সোমবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টিতে ভিজবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পশ্চিমবঙ্গের সব জেলার জন্য জারি হয়েছে হলুদ সর্তকতা। রবিবার এবং সোমবার ঝড়, বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ হওয়ার জন্য আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

Exit mobile version