।। প্রথম কলকাতা ।।
Calcutta Medical College: বিশ্বকাপের আবহে ভয়ঙ্কর অঘটন থেকে রক্ষা। আর্জেন্টিনা ভক্ত এক সাত বছরের খুদে ফুটবলপ্রেমীর গলায় বাঁশি আটকে প্রাণ যায় যায় পরিস্থিতি। তবে কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের তৎপরতায় অপারেশনের সাহায্যে বের করা গিয়েছে বাঁশি। আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে ওই বছর সাতেকের খুদে। কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগে ব্রঙ্কোস্কোপির সাহায্যে শিশুটির শ্বাসনালী থেকে বাঁশি বের করতে সক্ষম হন চিকিৎসকরা।
সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর অনুযায়ী, হাসপাতালের তরফ থেকে জানা যায়, ওই শিশুটি দক্ষিণ ২৪ পরগনার হোগলার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায় শাহবুল নামে ওই শিশুটি সোমবার বিকেলে বিশ্বকাপের আমেজে মেতে থাকার জন্য কিনে এনেছিল একটি বাঁশি। সেই বাঁশি পরখ করতে গিয়ে এই বিপদ ঘটে। বাঁশি বাজাতে গিয়ে হঠাৎ করেই সেটি গিলে নেয় শিশুটি। রীতিমতো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তাঁর। এমন কি কাশি হলেই গলা থেকে বাঁশির আওয়াজ বের হতে থাকে । যা দেখে হতভম্ব হয়ে যায় পরিবার।
সোমবার তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সারারাত থাকার পরও বাঁশি বের করা যায় নি। পরবর্তীতে মঙ্গলবার তাকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগে। চিকিৎসক ডক্টর দীপ্তাংশু মুখোপাধ্যায় জানান, দ্রুত ওই শিশুটির সিটি স্ক্যান করা হয় । দেখা যায় বাঁশিটি তাঁর ব্রঙ্কাসের ডান দিকে আটকে রয়েছে। বাঁশির খোঁচায় শ্বাসনালী ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তবে রিজিড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে চিকিৎসকরা তাঁর শ্বাসনালির মধ্যে থেকে ওই বাঁশিটি বের করেন। আপাতত পূর্বের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছে শাহবুল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম