Kolkata Metro: প্রতীক্ষার অবসান, মোদির হাতে উদ্বোধন হতে চলেছে নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো!

।। প্রথম কলকাতা ।।

Kolkata Metro: অবশেষে শহরবাসীর প্রতীক্ষার অবসান ঘটে চলেছে। চলতি বছরেই উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো! এমনটাই ইঙ্গিত মিলেছে। তিলোত্তমায় আগামী ২৪ ডিসেম্বর আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওইদিনই তিনি এই মেট্রোর উদ্বোধন করতে পারেন। মেট্রো কর্তারা বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলেই জানাচ্ছেন। গতকালই কবি সুভাষ স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ফাইনাল ট্রায়াল রান হয়েছে। এই করিডর তৈরি হচ্ছে নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত। খবর মিলেছে, যার মধ্যে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে।

উল্লেখ্য, ৫.৪ কিলোমিটার কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অর্থাৎ রুবি মোড় পর্যন্ত মেট্রোর দূরত্ব। এই যাত্রায় স্টেশন থাকছে মোট পাঁচটি। স্টেশনগুলি হল যথাক্রমে কবি সুভাষ স্টেশন, জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন, কবি সুকান্ত স্টেশন, সত্যজিৎ রায় স্টেশন, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। প্রসঙ্গত,কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শনে যান গত ৩০ জানুয়ারি ও ৬মে নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ। তারপরেই ছাড়পত্র পাওয়া যায় ওই রুটে যাত্রী পরিষেবার ক্ষেত্রে। যদিও, তখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না মেলায় ওই রুটে যাত্রী পরিষেবা চালু করা সম্ভব হয়নি।

জানা গেছে, এই রুটে ৫ টাকা হল নূন্যতম ভাড়া। এদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে ২০ টাকা খরচ হবে। পাশাপাশি রুবি থেকে মেট্রোতে উঠে যদি যাত্রীরা কবি সুভাষে মেট্রো বদল করে টালিগঞ্জ পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে খরচ করতে হবে ৩৫ টাকা। অন্যদিকে, ৪০ টাকা খরচ হবে রুবি থেকে সরাসরি এসপ্ল্যানেড, চাঁদনি কিংবা কালীঘাটে যেতে চান বা ওই সব স্টেশন থেকে মেট্রো বদলের মাধ্যমে রুবি পৌঁছতে গেলে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version