Bankura Police : স্টিয়ারিং হাতে চালকের ঘুম কাটাতে হাজির চা! পুলিশি উদ্যোগে প্রশংসা পর্যটকদের

।। প্রথম কলকাতা।।

Bankura police offering tea : ডিসেম্বর আসতে না আসতেই একটা আনন্দের আমেজ পাওয়া যায় । আর তার সঙ্গে বছর শেষে কোথায় ঘুরতে যাওয়া যাবে সেই পরিকল্পনা শুরু হয়ে যায়। চলতি বছরে ইতিমধ্যেই বছরের শেষ ছুটিটা কাটিয়ে নেওয়ার জন্য কাছে-পিঠে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েছেন বহু মানুষ। অনেকেই রাতে গন্তব্যের উদ্দেশ্যে বেরোচ্ছেন যাতে সকালের মধ্যে সেখানে পৌঁছে যেতে পারেন । তবে সারারাত গাড়ি চালকের হাতে স্টিয়ারিং থাকায় চোখে ঘুম নেমে আসা অস্বাভাবিক কিছু নয়। এরকম অবস্থাতে চালকের আলসেমি কাটাতে বিশেষ উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশের ( Bankura Police) ।

পুলিশের তরফ থেকে এমন খাতির যত্ন দেখে রীতিমত হতবাক হয়ে গেলেন পর্যটকরা। সিমলাপাল থানার ( Simlapal Police Station) দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মী এবং আধিকারিকরা শনিবার মুকুটমণিপুর ( Mukutmoni pur) যাওয়ার পথে লক্ষ্মীসাগর সেন্টার মোড়ে কাগজের কাপে ধুমায়িত চা তুলে দিলেন গাড়ির চালক এবং যাত্রীদের হাতে। যদিও পুলিশের কাছ থেকে এমন আপ্যায়ন পেয়ে গরম গরম চা ( Tea) অবশ্যই তাদের ঘুম কাটাতে সাহায্য করেছে। এই ধরনের একটি অভিনব রাতের সাক্ষী থাকল বাঁকুড়া। শনিবার প্রাক বড়দিনের রাতে পুলিশের তরফ থেকে এমন অভিনব উদ্যোগ দেখা গেল বাঁকুড়ার জঙ্গলমহলে।

গতকাল সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সিমলাপাল থানার এএসআই অভিজিৎ সরখেল । তিনি জানান , দীর্ঘ পথ গাড়ি চালানোর ফলে চালকদের অনেক সময় ঘুমের ঘোর চলে আসে। ক্লান্তি দেখা দেয় আর এর ফলস্বরূপ হতে পারে বড়সড় কোন দুর্ঘটনা। তাই গভীর রাত এবং ভোরের দিকে চালকদের হাতে এক কাপ গরম চা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা। এটা যেমন চালকের ঘুম কাটাবে তেমনি দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমবে বলে আশা তাদের । জানা গিয়েছে বিগত কয়েক মাসে যত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে চালকের ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনার সংখ্যাও ছিল অনেক। উৎসবের মরশুমে যাতে শোকের ছায়া কোথাও না নেমে আসে তাই এমন চিন্তা ভাবনা।

যদিও মুকুটমণিপুরের উদ্দেশ্যে যে সকল যাত্রীরা রওনা দিয়েছিলেন, তাদের গাড়ি মাঝ পথে দাঁড় করানো হয় খানিকটা হতবাক হয়ে যান সকলেই । কিন্তু পরক্ষণে পুলিশের তরফ থেকে অতিথি সুলভ আচরণ করা হয়। দুর্ঘটনায় এড়াতে চালকের হাতে তুলে দেওয়া হয় গরম গরম চায়ের কাপ । পুলিশের এই উদ্যোগ স্বাভাবিকভাবেই পর্যটকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version