Gita Path at Brigade: কুয়াশা ঢাকা ব্রিগেডে বাড়ছে ভিড়, লক্ষ কণ্ঠে গীতাপাঠের আগে আয়োজকদের শুভেচ্ছাবার্তা মোদীর

।। প্রথম কলকাতা ।।

Gita Path at Brigade: কাউন্টডাউন চলছিলই। আজকের সকালটা আসতেই যেন তৎপরতা আরও কয়েকগুণ বেড়ে গেল আয়োজকদের। শেষবেলায় সব ঠিকঠাক আছে কিনা আয়োজকরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছেন। ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। কলকাতা জুড়ে সাধু সন্তদের আগমন। গত কয়েকদিন ধরে তার প্রস্তুতিও চলেছে পুরোদমে। প্রথমে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা থাকলেও তিনি আসতে পারবেন না বলে দিন কয়েক আগে তার দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে।লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে অনুপস্থিত থাকলেও তাঁর বার্তা এসে পৌঁছেছে ব্রিগেডে। আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। চিঠিতে নমো লিখেছেন, “সেই মহাভারতের সময় থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত, নানা সময়ে গীতা আমাদের অনুপ্রাণিত করেছে। জ্ঞানের ভাণ্ডার হল এই গীতা। এককথায় জীবনের চালিকাশক্তি। গীতা পথ দেখায় ভারতের সংস্কৃতি অনুযায়ী জীবনযাপনের এবং অগ্রগতির। লক্ষ কণ্ঠে গীতাপাঠ সকলের জন্য শান্তি নিয়ে আসুক। আয়োজকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

অনুষ্ঠানের পরিকল্পনা কী?

১০টা থেকে শুরু হবে ভজন। সাড়ে ১০টা থেকে শুরু হবে শোভাযাত্রা। এরপর শোভাযাত্রা শেষ হলেই আরতি শুরু হবে ১১টা ৫ মিনিট থেকে। ১০ মিনিট হবে আরতি। এরপর শুরু হবে বেদ পাঠ। সাড়ে ১১টা পর্যন্ত বেদপাঠ চলবে। এরপর শঙ্করাচর্যকে বরণ করা হবে। পৌনে ১২টায় স্বাগত ভাষণ শুরু হবে। ভাষণ শেষ হলে ফের শুরু হবে গীতাপাঠ। মোটামুটি ১২টা ১০ থেকে শুরু হবে গীতাপাঠ। এক ঘণ্টা ধরে চলবে গীতাপাঠ। সেখানে গীতাপাঠে গলা মেলাতে পারবেন ভক্তরা। সওয়া ১টা নাগাদ গীতাপাঠ শেষ হওয়ার পরে বক্তব্য রাখবেন দ্বৈতপতিজি। এরপরই শেষ হবে গীতাপাঠের আসর।

উল্লেখ্য, নমোকে সামনে রেখেই প্রচার করা হয়েছিল কর্মসূচির। গীতাপাঠের জন্য তাঁর উপস্থিতি দেখিয়েই লক্ষ কণ্ঠ জোগাড় করার স্বপ্ন দেখছিলেন আয়োজকরা। কিন্তু শেষমেশ প্রধানমন্ত্রীর সফর বাতিল হলেও, সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন অনেকেই। লাল পাড় সাদা শাড়িতে দেখা যাচ্ছে মহিলাদের। সাদা পাঞ্জাবিতে দেখা যাচ্ছে পুরুষদের। এখন দেখা যাক কতটা সাফল্যমন্ডিত হয় আজকের এই অনুষ্ঠান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version