Weather Update: ফসল তোলার মরশুমে বড় প্রশ্ন…এ বৃষ্টি থামবে কবে? জানুন হাওয়া অফিসের আপডেট

।। প্রথম কলকাতা।।

Weather Update: ফসল তোলার মরশুমে এখন বড় প্রশ্ন..এ বৃষ্টি থামবে কবে? সকাল থেকেই আকাশের মুখ ভার, তারপরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বুধবার বিকেল থেকেই কলকাতা এবং পাশাপাশি জেলাগুলিতে শুরু হয়েছিল বৃষ্টি। পাল্লা দিয়ে বেড়েছে দমকা হাওয়াও। রাতভর বৃষ্টির পর আজ সকালেও আকাশের মুখভার। একনাগাড়ে পরে চলেছে বৃষ্টি। এই অসময়ে বৃষ্টির ফলে সমস্যায় পড়েছে বহু কৃষক। কারণ অনেকের আমন ধান এখন মাঠেই পরে রয়েছে, ধান ঘরে তোলার আগেই এই বৃষ্টিতে বেশ ক্ষতির সম্ভাবনা দেখছে চাষীরা। ‘পাকা ধানে মই’ এখন এইরকমই অবস্থা চাষীদের। সাইক্লোন মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, শুক্রবার থেকে আবহাওয়ার বদল হবে। তাপমাত্রা নামার সম্ভাবনা আগামী শনিবার থেকে।

আবহাওয়ার মতি-গতি বদলাচ্ছে ঘন ঘন। সাইক্লোন মিগজাউমের ফলে শীত সুখ উপভোগ করতে পারছেন না সাধারণ মানুষ। বলা ভালো, এদিকে গুটি গুটি পায়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহও চলে এল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়ছিল। এমনকী, রাত এবং ভোরেও শীত শীত ভাব কার্যত গায়েব। এই পরিস্থিতিতে কবে দক্ষিণবঙ্গে শীত পড়বে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সকলের মনে মনে। কারণ ডিসেম্বরের শুরু থেকেই কম্বলের মধ্যে লুকিয়ে শীতঘুম দিতে চাইছেন শহরবাসী। আর সেটা চলতি সপ্তাহ থেকেই হওয়ার সম্ভবনা রয়েছে এমনটাই ইঙ্গিত মিলেছে হাওয়া অফিস থেকে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি বেশি। গতকাল অর্থাৎ বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সাইক্লোন মিগজাউমের প্রভাব অনেকটাই কমবে ৭ তারিখের পর এবং উত্তুরে হাওয়া রাজ্যে অবাধে প্রবেশ করতে পারবে। এর ফলেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী ৮ তারিখের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত অনুভূত হতে চলেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version