Bowbazar: ফের বউবাজারে আতঙ্কের বাতাবরণ! আচমকা ভেঙে পড়ল পুরনো বাড়ির অংশ

।। প্রথম কলকাতা ।।

Bowbazar: বিগত বছরে বউবাজার বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। কারণ মেট্রো প্রকল্পের জন্য একাধিকবার ধস নামার ঘটনা ঘটেছে বউবাজারেই (Bowbazar)। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। গৃহহীন হতে হয়েছে বহু পরিবারকে। তাই ধস নামা কিংবা বাড়ি ভেঙে পড়া বউবাজারের বাসিন্দাদের কাছে একটা আতঙ্কে পরিণত হয়েছে। নতুন বছরের একেবারে প্রথম দিকে আবারও সেই আতঙ্ক ফিরে আসল। শুক্রবার বউবাজারের সবজি বাজার এলাকায় একটি বাড়ির অংশ হঠাৎই ভেঙে পড়ে (Building Collapse)। যদিও এই ঘটনায় কোন হতাহাতের খবর নেই। কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, যে বাড়িটি শুক্রবার ভেঙ্গে পড়ে সেটি প্রায় ১০০ বছরের পুরনো। ওই বাড়িটির একতলার বারান্দার অংশটি একেবারেই কমজোর হয়ে গিয়েছিল। এই কারণে সকালে হুড়মুড়িয়ে ওই অংশটি ভেঙে পড়ে। কিন্তু সেখানে কোন মানুষ না থাকার কারণে বড়সড় বিপদ এড়িয়ে যাওয়া গিয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুরসভার লোক। যত দ্রুত সম্ভব ওই জায়গাটি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে এসে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে।

কাউন্সিলর জানান, বউবাজারে বহু পুরনো পুরনো বাড়ি (Old Building) রয়েছে। কারণ বউবাজার নিজেই একটি কলকাতার অন্যতম পুরনো এলাকা। এদিনের ঘটনাটি যখন ঘটে তখন ওই অংশে খুব একটা লোকের ভিড় ছিল না। পুরসভার লোক ইতিমধ্যেই ভেঙে পড়া বাড়ির অংশটি পরিষ্কার করার কাজ শুরু করেছে। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম বউবাজার বিপর্যয় দেখা দেয়। কারণ তখনই মেট্রো সুরঙ্গ খোঁড়ার কাজ চলছিল । যার ফলে ভাঙ্গন দেখা দেয় বউবাজারে। ২০২২ সালে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। কিন্তু এইবারের ঘটনা কোনোভাবেই মেট্রোর কাজের সঙ্গে সম্পর্কিত নয়। একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা পৌরসভা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version