শিল্পীর আত্মজীবনী ফুটে উঠেছে টালা প্রত্যয়ের কহন এর মাধ্যমে

।। প্রথম কলকাতা ।।

কহন, দ্যা ন্যারাশন এই ন্যারাশন আসলে শিল্পীর আত্মজীবনী। শিল্পী নিজেই নিজের থিম। কলকাতার থিম পূজার ইতিহাসে এমনটা আগে কখনো দেখা যায়নি দ্যা থিম মেকার হওয়ার জার্নিকে এবার থিম হিসেবেই নিবেদন করছে টালা প্রত্যই। টালা প্রত্যয়ের ব্যতিক্রমী প্রয়াস! আজ আপনাদের জানাবো কলকাতার ভিন্ন স্বাদের দুর্গাপুজোর এক থিম।

বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজা করা নাড়ছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আনন্দে মাতোয়ারা হবে আপামর বঙ্গবাসী। গোটা বাংলাজুড়ে চলবে সেলিব্রেশন। কিন্তু তারমধ্যেও কলকাতার দুর্গাপুজোর এক আলাদা উন্মাদনা রয়েছে। কারণ শুধু তিলোত্তমা মহানগরীর মানুষই নন, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও এই সময় কলকাতায় ঠাকুর দেখতে ভিড় জমান মানুষ। তাই কোথায় কী থিম হয়েছে সেই নিয়ে কৌতূহল শুরু হয়েছে অনেক আগে থেকেই।

পুজোর সময় দর্শনার্থীদের অন্যতম গন্তব্য টালা প্রত্যয়ের মণ্ডপ। বিগত কয়েক বছরে একটা আলাদা জায়গা করে নিয়েছে টালা প্রত্যয়। শিল্পী সুশান্ত পালের হাত ধরে একের পর এক চমকপ্রদ ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছে তারা। ৯৮ তম বছরে পদার্পন করল টালা প্রত্যয়ের পুজো। থিমের জাদুতে বরাবরই ভিন্ন স্বাদের পরিচয় দিয়ে থাকে টালা প্রত্যয়। এই বছরও অভিনব ভাবনা তাদের। থিমের পোশাকি নাম ‘কহন’। শিল্পী সুশান্ত পালের ২৫ বছরের শিল্পী জীবনের ৫০ তম কাজ উপলক্ষে এই উপহার। ২৫ বছর যাত্রা পথে তিনি দেবী দুর্গাকে যেভাবে প্রত্যক্ষ করেছেন, শিল্পের সাথে তাঁর যে আত্মিক সম্পর্ক সেটাই ফুটে উঠবে টালা প্রত্যয়ে ‘কহন ‘এর মাধ্যমে।

সত্যিই এক অনন্য নিদর্শন হতে চলেছে কলকাতার টালা প্রত্যয়ের এবারের দুর্গা পুজোর থিম। অভিনব শিল্প ভাবনা! কিভাবে আসবেন এই থিম দর্শনে? সবটা জানিয়ে দিয়েছেন টালা প্রত্যয় ক্লাবের সহ-সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাস। সকলের থেকে এক ব্যতিক্রমী প্রয়াস তুলে ধরেছে টালা প্রত্যয়। শিল্পী সুশান্ত পাল শহরের দুর্গোউৎসবের সাথে তার দীর্ঘ যাপনকেই তুলে ধরেছেন টালা প্রত্যয়ের পুজো প্রাঙ্গনে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version