Primary TET Result: প্রকাশিত হল টেটের ফল, প্রথম স্থানে পূর্ব বর্ধমানের ইনা সিংহ

।। প্রথম কলকাতা ।।

Primary TET Result: ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষা হয়। ঠিক তার দু মাসের মাথায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে টেটের ফল (Result) ঘোষণা করা হল। শুক্রবার দুপুর একটা নাগাদ পর্ষদ সভাপতি গৌতম পাল একটি সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। গত ১১ ডিসেম্বর পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ২০ হাজার জন । তার মধ্য থেকে উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। প্রাথমিক টেটে প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ। ১৫০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর হল ১৩৩।

দ্বিতীয় স্থানে রয়েছেন চারজন। হুগলির মৌসিনা কুন্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, দীপিকা রায় এবং পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবারের প্রাথমিক টেটে এক থেকে দশম স্থানের মধ্যে রয়েছেন ১৭৭ জন। পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলনে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা করলেও পরীক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত ফল দেখতে পাবেন দুপুর তিনটে থেকে।

২০২২ এর প্রাথমিক টেটে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের মধ্যে পুরুষের সংখ্যা শতাংশের হারে বেশি। ৮১ হাজার ৭৭ জন পুরুষ উত্তীর্ণ হয়েছেন টেট পরীক্ষায়। আর মহিলারা উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ৪০৮ জন। অন্যান্য উত্তীর্ণ হয়েছেন ৬ জন। পর্ষদ সভাপতি এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, বেলা তিনটে নাগাদ ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। সেখানে ওএমআর বারকোড নম্বর সহ ফলাফল থাকবে পরীক্ষার্থীদের। যদি কোন ক্ষেত্রে মনে হয় তাদের ফলাফলে অসঙ্গতি রয়েছে তাহলে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের সুযোগ থাকছে। মূলত দুটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। সেগুলি হল www.wbbpe.org এবং wbbprimaryeducation.org । এছাড়াও এই ওয়েবসাইট গুলির মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ওএমআর শিটও (OMR Sheet) দেখতে পারবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version