TET 2023: কড়া নিরাপত্তায় শেষ হল TET, কেমন অভিজ্ঞতা পরীক্ষার্থীদের?

।। সৌমিক ভট্টাচার্য্য ।।

TET 2023: অবশেষে শেষ হল ২০২৩ সালের টেট পরীক্ষা (TET 2023 )। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এবারের টেট পরীক্ষা ছিল একটি বড় চ্যালেঞ্জ। গোটা রাজ্য জুড়ে আজ, রবিবার ৭৭৩ টা পরীক্ষা কেন্দ্রে প্রায় ৩ লাখ ৯ হাজার ৫৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এবারের টেট পরীক্ষায় নজরদারির ক্ষেত্রে কোনও খামতি রাখেনি পর্ষদ। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া এবারের পরীক্ষা মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় সম্পন্ন হয়েছে এবারের প্রাথমিক টেট পরীক্ষা।

এবার প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল যাতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো থেকে প্রশ্নপত্র না ফাঁস হয় এবং পরীক্ষাতে স্বচ্ছতা বজায় রাখতে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় ছিল সকাল ১১টা। অ্যাডমিট কার্ড যাচাই করা হয় ১১.৩০ মিনিটে। উত্তরপত্র বিলি করা শুরু হয় ১১.৪৫ মিনিটে। এরপরে পরীক্ষা শুরু হয় দুপুর ১২টায়। ২.৩০ মিনিটে শেষ হয় পরীক্ষা।

টেট পরীক্ষা কেমন হল ? প্রথম কলকাতার সঙ্গে বেশ কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাদের অভিজ্ঞতা জানার জন্য। টেট পরীক্ষা ২০২৩- এর প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। পরীক্ষার্থী প্রিয়ব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, “যেটা আশা করেছিলাম সেইরকম পরীক্ষা হয়নি, বেশ কিছু প্রশ্নের উত্তর ছেড়ে আসতে হয়েছে। অঙ্কে যে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের উত্তর সময়ের মধ্যে করে ওঠা মুশকিল।” অন্যদিকে, বর্ধমানের পরীক্ষার্থী নাসিমা খাতুন জানান, তার পরীক্ষার সিট পড়েছিল দেবীপুর স্টেশন হাইস্কুলে। তিনি জানিয়েছেন, “তুলনামূলকভাবে পরীক্ষা মোটামুটি হয়েছে, তবে ম্যাথ টা বেশ টাফ লেগেছে “। অন্যদিকে, ২২ এর টেট পরীক্ষায় উত্তীর্ণ সোহম দেওয়াসী জানান,” খুবই বাজে, সিডিপি (child psychology pedagogy ) টা খুব কঠিন হয়েছে, টাইম পাইনি ভেবে কিছু করার”।

প্রসঙ্গত, সব কিছুর মাঝেই টেট এর প্রশ্ন লিক হয়েছে বলে একটা হাওয়া ওঠে। তবে এর সত্যতা কতটা তা যাচাই করেনি প্রথম কলকাতা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘প্রশ্নপত্র ফাঁস’ বলতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি এও জানিয়েছেন, সরকার ও পর্ষদকে কালিমালিপ্ত করার জন্য এটা করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে খবর মিলেছে, মোট ১১,৭৬৫টি শূন্যপদ রয়েছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে। এই টেট পরীক্ষা গ্রহণ করা হল সেই আসনগুলিতে নিয়োগ হওয়ার জন্যেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version