Fire In Tangra: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ট্যাংরার প্লাস্টিক কারখানায়, আগুন নিয়ন্ত্রণে দমকলের ১০ টি ইঞ্জিন

।। প্রথম কলকাতা ।।

Fire In Tangra: সোমবার ট্যাংরার তিলখানা সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। সেখানে অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। মূলত আগুন লাগে ওই কারখানা এবং কারখানা লাগোয়া একটি স্টোর রুমে। সেখানে থাকা বহু দাহ্য পদার্থ আগুনকে আরও বাড়তে সাহায্য করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। ঘটনার খবর পেতেই সেখানে এসে উপস্থিত হয় দমকলের দশটি ইঞ্জিন।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২ টা পর্যন্ত ওই প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল বাহিনী। যদিও দমকলের দশটি ইঞ্জিন ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নেভানোর জন্য। কীভাবে আগুন লাগল, কেন আগুনে এত ছড়িয়ে গেল সেই বিষয়গুলি এখনই স্পষ্ট ভাবে জানাতে পারছে না দমকল বাহিনী। তাদের তরফ থেকে জানানো হয়েছে, সর্বপ্রথম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তাঁরা। পরবর্তীতে অগ্নিসংযোগের কারণ খোঁজা হবে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই অগ্নিকাণ্ডের জেরে কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ অনেকটাই বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ক্রমশ আগুন চারপাশে ছড়িয়ে যাওয়ার ফলে আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রসঙ্গত, সম্প্রতি গড়িয়ার জনবহুল এক এলাকাতেও আগুন গ্রাস করে একটি আস্ত বাড়িকে। গড়িয়া স্টেশনের কাছে তেঁতুলবেড়িয়া এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সেই মুহূর্তে বাড়িতে কেউ ছিলেন না বলেই জানা যায়। বিধ্বংসী ওই আগুনকে কাবু করতে রীতিমতো নাজেহাল হতে হয় দমকল কর্মীদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version