Bhupatinagar Blast: ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ, ঝলসে মৃত্যু তিনজনের

।। প্রথম কলকাতা ।।

Bhupatinagar Blast: পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার অন্তর্গত এলাকায় ঘটল এক ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। শনিবার সকাল পর্যন্ত ওই এলাকা থেকে উদ্ধার করা গিয়েছে তিনটি ঝলসানো দেহ। স্থানীয়দের দাবি, নিহতদের মধ্যে একজন হলেন ওই এলাকার তৃণমূল বুথ সভাপতি। এই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল এবং বিরোধীদলের মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ শুরু হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার অন্তর্গত অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াভিলা গ্রামে এই ঘটনাটি ঘটে। গতকাল রাতে বিস্ফোরণের বিকট শব্দে রীতিমত কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণস্থলটি প্রায় ভেঙেচুরে যায়। মাটির বাড়ির দেওয়াল পর্যন্ত দুমড়ে মুচড়ে যায় এই বিস্ফোরণের জেরে । ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ভূপতিনগর থানার পুলিশ।

শনিবার সকালের দিকে ওই এলাকায় তিনটি ঝলঝানো মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রাই প্রথমে ওই মৃতদেহ দেখতে পান বলে জানা যায়। ওই তিনজনের মধ্যে একজনের দেহ এতটাই ঝলসে গিয়েছিল যে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেন নি গ্রামবাসীরা। তবে স্থানীয় সূত্রে জানা যায়, অন্য দুজনের মধ্যে একজন হলেন রাজকুমার মান্না এবং অপরজন হলেন বিশ্বজিৎ গায়েন। এই বিস্ফোরনের নেপথ্যে আসল কারণ কী তা এখনও পর্যন্ত স্পষ্ট করেনি পুলিশ প্রশাসন।

বিস্ফোরণ প্রসঙ্গে ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, রাজকুমার মান্নার বাড়িতে বোমা বাধার কাজ চলছিল। এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে ট্যুইট করেছেন। অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই বিষয়টির তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বিস্ফোরণের ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত রয়েছে এই অভিযোগ সঠিক নয়। বরং স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছিল কিনা সেই বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানান কুণাল ঘোষ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version