Bengali serial: টেলিভিশনের কোনো বেঞ্চমার্ক নেই! বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক দেবযানী

।। প্রথম কলকাতা ।।

 

Bengali serial: এখন টেলিভিশনে অভিনয়ের কোনও মাপকাঠি নেই। নেই কোনও বেঞ্চমার্ক! টেলিভিশনের লোক হয়েই টেলিভিশনকে ধুয়ে দিলেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। করলেন চরম কটাক্ষ। এখানে নাকি অভিনয় শুরু করার আগেই তৈরি হয়ে যায় ‘স্টার’। ‘গল্পে গরু গাছে চড়ে’ এখানে, দেবযানীর গলায় হতাশার সুর। কেন এমন বললেন অভিনেত্রী? কোন আক্ষেপ ঘিরে ধরল জড়োয়ার ঝুমকোর গিনিকে?

 

জড়োয়ার ঝুমকো গিনিকে মনে আছে? কিংবা যমুনা ঢাকীর স্নেহময়ী সেই শাশুড়ির চরিত্রটা? খুব বেশি পুরনো কথা তো নয়। মনে থাকারই কথা। বছর খানেক আগেও ছোটপর্দায় চুটিয়ে কাজ করেছেন দেবযানী। আর এখন সেই দেবযানীর গলাতেই আক্ষেপের সুর। বাংলা সিরিয়ালের প্রেক্ষাপট নিয়ে একেবারেই নাখুশ তিনি। রয়েছে ভুরি ভুরি অভিযোগ। কেন এমনটা হল? কোন কারণে বাংলা টেলিভিশনের প্রতি এতটা বিরক্ত হয়ে উঠলেন দেবযানী। সবটাই জানাবো আজকের এই ভিডিওতে।

 

অভিনেত্রীকে শেষ দেখা গেছিল যমুনা ঢাকী-তে শাশুড়ির চরিত্রে। এই সিরিয়ালের পরই টেলিভিশন থেকে একপ্রকার পাকাপাকিভাবেই সরে গিয়েছেন দেবযানী চট্টোপাধ্যায়। এমনিতে টেলিভিশনের পরিচিত মুখ হলেও, এখন তিনি মন দিয়েছেন ওটিটিতেই। যে কারণে নিজের প্রিন্সিপালে অটুট দেবযানী চট্টোপাধ্যায়ের ব্যস্ততাও এখন তুঙ্গে। তবে তার মাঝেই বাংলা টেলিভিশনকে নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। হ্যাঁ, রীতিমত বোমা ফাটিয়েছেন বললেও অত্যুক্তি হয়না।

 

আসলে বাংলা টেলিভিশনের সাথে দেবযানীর সম্পর্ক বহু পুরনো। প্রায় ১৯ থেকে ২০ বছরের পুরনো খিলাড়ি তিনি। কাজ করেছেন অসংখ্য ধারাবাহিকে। বড় পর্দাতেও দেখা মিলেছে তার। তবে বর্তমানে টেলিভিশনে যে কাজ হচ্ছে তা নিয়ে নাকি একেবারেই খুশি হতে পারছেন না তিনি। ‘ঠোটকাটা’ দেবযানী বেশ স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিলেন যে, কন্টেন্ট না বদলালে দর্শক হারাবে বাংলা টেলিভিশন।’

 

দেবযানীর মতে, আজকের দিনে দাঁড়িয়েও শাশুড়ি বৌমার বস্তাপচা লড়াই থেকে বেরোতে পারছেনা ডেলি সোপগুলি। শিল্পী হিসেবে নতুন কিছু করার যে খিদে, সেটা টেলিভিশনে পূরণ হচ্ছে কি? এখানে কাজ করে নাকি মিলছেনা স্যাটিসফ্যাকশন। টেলিভিশনের সব ফর্মুলাই নাকি সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। অর্থাৎ শাশুড়ি-ছেলে আর বৌমার লড়াই বাদ দিয়ে নতুন কিছু করার জায়গাই নাকি নেই এখানে? আচ্ছা, দর্শক হিসেবে আপনারও কি তাই মনে হয়? কোথাও কি দেবযানীর মন্তব্যের সাথে সহমত হচ্ছেন আপনিও?

 

যদিও সোশ্যাল মিডিয়াতেও সিরিয়াল নিয়ে এই অভিযোগ হামেশাই দেখা যায়। নেটিজেনরাও বারংবার তুলে এনেছেন একঘেয়ে শাশুড়ি-বৌমার দ্বন্দ্বের কথা। আর এবার টেলিভিশনের লোক হয়েই সেটার দিকেই আঙুল তুলেছেন দেবযানী। বেশ স্পষ্টভাষাতেই জানিয়ে দিলেন যে, এই বিষয়টাকে একেবারেই ভালো চোখে দেখছেন না তিনি। অভিনেত্রীর মনে করেন, ২০২৩ এ দাঁড়িয়ে এই বিষয়টাই হাস্যকর। এগুলির সাথে ব্যক্তিগতভাবে একেবারেই কানেক্ট করা যায়না। তারপর থেকেই উঠছে প্রশ্ন। শিল্পী নিজে যদি তার কাজের সঙ্গে কানেক্ট করতে না পারেন তাহলে দর্শকরা কীভাবে করবে? তাহলে এটা কি সত্যি যে, দিন দিন মান হারাচ্ছে বাংলা ডেলি সোপগুলি? এই বিষয়ে আপনার কী মত?

 

একই সাথে উঠে এল বাংলা সিরিয়ালে পুরুষদের ভূমিকার কথাও। কোনও রাখঢাক না রেখেই দেবযানী বললেন, ‘এখানে পুরুষরা সব দাঁড়িয়ে থাকে শোপিসের মতো। নায়িকারাই সব করে যাচ্ছে, যার সাথে বাস্তবের কোনও মিল নেই।’ স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে পড়ে গেছে হইচই। নেটপাড়ার সিংহভাগ মানুষই বলছেন, একেবারেই সঠিক পয়েন্টে ঘা দিয়েছেন দেবযানী। তবে প্রশ্ন হচ্ছে এরপরেও বদলাবে বাংলা সিরিয়ালের ধরণ ধারণ? কী জানি, সেটা তো সময়ই বলবে‌।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version