India Argentina: তেজস ম্যাজিক জানে, লোভ গোটা বিশ্বের! আর্জেন্টিনার সিদ্ধান্তে ঝটকা চীনের, ভারতের কাছে লজ্জার হার

।। প্রথম কলকাতা ।।

India Argentina: ভারতের ব্রহ্মাস্ত্রে নজর আর্জেন্টিনার, বড় ধাক্কা খেল চীন। বড় চুক্তিতে জুড়ে যেতে পারে ভারত আর্জেন্টিনা। ভারতের তেজস কিনতে রীতিমতো হুড়োহুড়ি। কোন কোন দেশ লাইনে? মেক ইন ইন্ডিয়ার পাওয়ার বুঝছে বিশ্ব। চীনা জেএফ 17 বনাম তেজস, পাল্লা ভারী কোন দিকে? এগিয়ে গেল কোন দেশ? প্যালপিটিশন বাড়ছে চীনের। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে আছে আর্জেন্টিনা। ফল ভুগতে হবে না তো? আর্জেন্টিনার প্রতিরক্ষা মন্ত্রী জর্জ টায়না চলতি মাসেই ভারতে পা রাখছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক রয়েছে। যেটা আর্জেন্টিনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ ওই বৈঠকের পরেই ভারতের ব্রহ্মাস্ত্র উঠতে পারে আর্জেন্টিনার হাতে।

যে তেজসের দিকে নজর ছিল আর্জেন্টিনার সেই চতুর্থ প্রজন্মের ভারতীয় যুদ্ধবিমান তেজস মার্ক -1এ এবং এলসিএইচ মানে লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ডের জন্য ভারতের সঙ্গে ৮৬৭৫ কোটি টাকার চুক্তির বড় চান্স রয়েছে। শুধু তেজস নয়, আর্জেন্টিনা, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর তৈরি বিভিন্ন ধরণের হেলিকপ্টারগুলির প্রতিও আগ্রহ দেখাচ্ছে। তাই সেগুলো নিয়েও হতে পারে আলোচনা। দুটো দেশেরই প্রতিরক্ষা খাত আরও জোরদার ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। তবে অলরেডি এই বিষয়টা, ভারতের সঙ্গে চীনের একটা প্রতিযোগিতা ইস্যু হয়ে উঠেছে। আসলে, আর্জেন্টিনার ১২ টি হালকা যুদ্ধ বিমানের প্রয়োজন রয়েছে। যার জন্য চীন ও ভারতের দুটো বিমানের প্রতি তাদের উৎসাহ। চিনা জেএফ 17 বনাম তেজস, ঠিক এরকম একটা প্রতিযোগিতায় পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। কিন্তু হ্যাল এই বিষয় অনেক দ্রুত এগিয়েছে।

মেক ইন ইন্ডিয়া লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস, ভারতীয় বায়ুসেনার গর্ব? বায়ুসেনার পাশাপাশি ভারতীয় নৌসেনার আস্থাভাজন এই যুদ্ধবিমান। যা, দ্রুত অনেক দেশের প্রথম পছন্দ হয়ে উঠছে। কে নেই তালিকায়? মালয়েশিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিশর, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন তেজস কেনার আগ্রহ দেখিয়েছে। ক্ষমতায় এসেই প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার যে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তা যে সময়ের সঙ্গে সঙ্গে কতটা সফলতার দিকে পা বাড়িয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু, চীনের কাছে পুরোটাই টেনশনের।

বিশ্লেষকদের মতে, উন্নয়নের নামে ঋণের পসরা সাজিয়ে বসেছে চীন। ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের আওতায় পাকিস্তান, শ্রীলঙ্কা-সহ এশিয়ার দেশগুলোতে ‘ডেট ট্র্যাপ’ মানে ঋণের জাল বিস্তার করেছে ‘ড্রাগন’। ওই প্রকল্পে শামিল হয়েছে আর্জেন্টিনাও। তাই ভারতের থেকে তেজস কেনার বিষয়টাকে চীন যে বাঁকা চোখে দেখবে সেটা নিশ্চয়ই নতুন করে বলার অপেক্ষা রাখেনা। সেক্ষেত্রে আর্জেন্টিনা কী ফল ভুগতে পারে, তা সময়ের সাথে সাথে স্পষ্ট হবে। কিন্তু, এভাবে কি রোখা যায়? তেজসের ওপর ভারতীয় বায়ুসেনার আস্থা অটুট। যা অন্য দেশকে আরও মোটিভেট করছে। দিনে দিনে নির্ভরশীল অস্ত্র হয়ে উঠছে ভারতের তেজস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version