।। প্রথম কলকাতা ।।
Amit Shah in West Bengal: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন ২০২৪। আর চব্বিশের নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল পুরোদমে নিজেদের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বঙ্গে আসতে শুরু করেছে কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। বাংলার আসন দখল করতে সবরকম চেষ্টা চালাবে তাঁরা। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। চব্বিশে লোকসভা ভোটে বাংলা থেকে ৩৫ আসনের জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। আর এই নির্বাচনের রণকৌশল কী হবে? সেই নিয়ে আলোচনা সহ ঠাসা বেশ কিছু কর্মসূচি নিয়ে কলকাতায় পা রেখেছিলেন অমিত শাহ এবং জে পি নাড্ডা।
আজ কলকাতার নিউটাউনের একটি হোটেলে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতি। টিভি নাইন বাংলার প্রকাশিত খবর অনুযায়ী, ১৫ জনকে নিয়ে নতুন কমিটি তৈরী করেছেন অমিত শাহ। এই কমিটিতে চার জনকে কেন্দ্রীয় অবজারভারের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন সুনীল বনশল, অমিত মালব্য, আশা লাড়কা ও মঙ্গল পান্ডে। বাকি ১১ জন রয়েছেন রাজ্যের নেতা-নেত্রী। সেই তালিকায় সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মন ও জ্যোতির্ময় মাহাতো। এছাড়া থাকছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ।এই টিমই দলের তরফে আসন্ন লোকসভা নির্বাচনের যাবতীয় দায়িত্ব সামলাবেন বলে সূত্রের খবর।এই বিশেষ টিম থেকে বাদ পড়েছেন রাজ্যের চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কমিটিতে স্থান মেলেনি নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুরের। এই টিমে রাখা হয়নি মিঠুন চক্রবর্তী, মনোজ টিগ্গার মতো নেতাদেরও।
খবর মিলেছে, চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ২০ বিধায়ক নাম নিয়েও আলোচনা হয়েছে। শেষপর্যন্ত যদি বিধায়করা টিকিট পান, তাহলে বাদ পড়তে পারে বর্তমান কয়েকজন সাংসদের নাম। সাংগঠনিক ফাঁকফোকর মেরামতির পর চব্বিশের লড়াইয়ে আর কোন কোন কৌশল নেওয়া হয় সেটাই এখন দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম