TMC: সুকান্তর ‘স্বামীজী মন্তব্যে’ নয়া বিতর্ক ! ড্যামেজ কন্ট্রোলে শাহ, প্রতিবাদে পথে নামছে তৃণমূল

।। প্রথম কলকাতা ।।

TMC: গত রবিবার ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানকে কটাক্ষ করতে গিয়ে রাজ্যের শাসক দল বিবেকানন্দ প্রসঙ্গ তুলেছিলেন। আর তৃণমূলকে জবাব দিতে গিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে ফেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্বামীজীর বাণীর অপব্যাখ্যা করে তাঁকে অপমান করা হয়েছে বলে সুর চড়াতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে।

উল্লেখ্য,সুকান্ত স্বামী বিবেকানন্দকে অপমান করায় যা যা ক্ষতি হয়েছে, অমিত শাহ তাতেই প্রলেপ দিতে কলকাতায় আসছেন? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনের অন্দরে। প্রকাশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদারের স্বামীজি মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতি ব্লকে প্রতিবাদে সামিল হবে তৃণমূল কংগ্রেস। ব্লকে ব্লকে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন যুব তৃণমূলের নেতা-নেত্রীরা। পাশাপাশি স্বামীজির আদর্শ মেনে মিছিলে নেতা-নেত্রীদের কাছে থাকবে ফুটবল। যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ থাকবেন কলকাতার মিছিলের নেতৃত্বে। তাঁদের দাবি একটাই, স্বামীজিকে অপমানের জন্য় অমিত শাহ এবং সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে।

খবর মিলেছে, উত্তর কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানো হবে। থাকবেন দলের যুব, ছাত্র-সহ মূল ও শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব, মন্ত্রী-বিধায়ক- সাংসদরাও। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বারংবার অভিযোগ তুলে বলতে দেখা যায় যে, বিজেপি বাংলার মনীষীদের অপমান করেছে। বাংলার কৃষ্টি ও ইতিহাসকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তারা। বঙ্গে শাহের কর্মসূচির দিনই পালটা তাঁকে চাপে ফেলতে এবার শাহকেও ক্ষমা চাইতে হবে বলে সোচ্চার রাজ্যের শাসক দল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version