Sujan Chakraborty: হাসপাতালে ভর্তি সুজন চক্রবর্তী, ভুগছেন জ্বর-গলা ব্যথা-শ্বাসকষ্টে

।। প্রথম কলকাতা ।।

Sujon Chakraborty: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujon Chakraborty)। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

শোনা যাচ্ছে, তিনি নাকি কলকাতার পাশাপাশি বহু জেলাতে গরম উপেক্ষা করে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে বেশ কিছু সমস্যা দেখা দেয়। অবিরাম কাশি, শ্বাসকষ্ট, জ্বর সহ নানান সমস্যায় তিনি ভুগছিলেন। বৃহস্পতিবার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। তিনি বেশ কয়েকদিন ধরেই জ্বর,সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। জানা যায়, তিনি নাকি চিকিৎসকেরও পরামর্শ নিয়েছিলেন। তাঁকে চিকিৎসক কিছু টেস্ট করতে বলেন। ‘এই সময়’ এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টেস্ট গুলি করতে তাঁকে একাধিকবার হাসপাতালে যেতে হবে এবং সেগুলি বেশ খরচ সাপেক্ষ। সিপিআইএমের তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করে টেস্ট গুলো করানো হচ্ছে। ভর্তি করা হয়েছে এন টেগোর হাসপাতালে। সেখানে ৪৮ ঘন্টা তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।

২০২১ সালেও সুজন চক্রবর্তী করোনায় সংক্রমিত হয়েছিলেন। সেই সময় তিনি মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। শোনা যায় তাঁকে সেই সময় অক্সিজেনও দিতে হয়েছিল। করোনা থেকে তিনি সুস্থ হলেও দীর্ঘদিন কাজকর্ম করতে গিয়ে মাঝেমধ্যে হাঁপিয়ে উঠতেন। পাশাপাশি শ্বাসকষ্ট সহ নানান সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্ত সমস্যা কাটিয়ে তিনি আবার রাজনৈতিক ময়দানে লড়াইয়ে নেমে পড়েন। কিন্তু কয়েকদিন তাঁর শরীর একেবারে ভালো ছিল না। ঠান্ডা লাগার সাথে সাথে ছিল প্রচণ্ড কাশি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version