Sudipa Chatterjee Cooking Show: কলকাতা ছেড়ে এবার বাংলাদেশের ‘রাঁধুনি’ সুদীপা চ্যাটার্জি, রাঁধবেন উত্তম-প্রসেনজিৎদের পছন্দের পদ

।। প্রথম কলকাতা ।।

 

Sudipa Chatterjee Cooking Show: পশ্চিমবঙ্গ ছেড়ে এবার বাংলাদেশের রান্নার শোয়ের সঞ্চালনায় সুদীপা চ্যাটার্জি। বাংলাদেশের চ্যানেলে দেখা যাবে সুদীপার শো।ছেলেকে নিয়ে তড়িঘড়ি বাংলা ছাড়লেন সঞ্চালিকা। হঠাৎ কী হল ‘রান্নাঘর’র রাণী সুদীপা চ্যাটার্জির? এমন সাত তাড়াতাড়ি কলকাতা কেন ছাড়লেন তিনি? ইন্ডাস্ট্রির কলহ নাকি অন্য কোনও কারণ? সুদীপা কলকাতা ছাড়তেই শুরু হয়েছে চরম জল্পনা। তবে কি নয়া প্রোগ্রাম ‘সুদীপার সংসার’ নিয়েই ঝামেলা? গুজব বাড়তেই মুখ খুললেন খোদ সঞ্চালিকা। জানালেন কলকাতা ছাড়ার আসল কারণ।

 

দিনকয়েক আগেই মিলেছিল সুখবর‌। আগামি ৮ জুন থেকেই নাকি শুরু হচ্ছে সুদীপা চ্যাটার্জির নয়া জার্নি। এবার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবটাই দেখানো হবে ‘সুদীপার সংসার’এ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রোমো। আর তার আগেই চলে এল নয়া খবর। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশ পাড়ি দিয়েছেন সঞ্চালিকা। এবার নাকি তাকে বাংলাদেশেই দেখা যাবে। তবে কি ‘সুদীপার সংসার’ আর আসছেনা? হঠাৎ কী হল সঞ্চালিকার? সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল চর্চা।

 

নেটিজেনরা বলছেন, সুদীপা নাকি অতিষ্ঠ হয়ে কলকাতা ছাড়ছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কম কাটাছেঁড়া তো হয়না। কখনও তার কাঁটা চামচ দিয়ে পান্তাভাত খাওয়া নিয়ে শুরু হয় ট্রোলিং তো কখনও আবার শাড়ির দাম নিয়ে শুরু হয় কটাক্ষ। আর এসব কারণেই কি তবে বাংলাদেশ পাড়ি দিলেন সঞ্চালিকা?

 

না না এতটাও ভয় পাওয়ার কিছু নেই। সুদীপা বাংলাদেশ যাচ্ছেন ঠিকই। তবে তা একটা স্পেশাল প্রোগ্রামের খাতিরেই। সেদেশে একটি বিশেষ কুকারি শোয়ের সঞ্চালনা করবেন সুদীপা। যেখানে তাকে সঙ্গ দেবে বাংলাদেশি অভিনেত্রী তারিন জাহান। মূলত আসন্ন ঈদ উপলক্ষেই এই শো-র আয়োজন। তবে এই শো কিন্তু আর পাঁচটা কুকারি শো-এর মত নয়। বেশ অনেকটাই আলাদাভাবে সাজানো হয়েছে এই প্রোগ্রাম। জানেন ঠিক কী কী চমক রয়েছে এতে?

 

এখানে যেমন দুই বাংলার মেলবন্ধন দেখানো হবে তেমনই দেখানো হবে প্রতিযোগিতাও। শোনা যাচ্ছে, তারিন এখানে বাংলাদেশকে এবং সুদীপা ভারতকে রিপ্রেজেন্ট করবেন। যেখানে মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে সুপারস্টার প্রসেনজিৎ-র মত তাবড় তারকাদের মন পসন্দ খাবার বানাবেন সুদীপা। আর এটাই এই শোয়ের মূল ইউএসপি।

 

আর এই খবরটি জানিয়েছেন সুদীপা নিজেই। শোনা যাচ্ছে, একটি শাড়ির প্রদর্শনীর জন্য বাংলাদেশ যাচ্ছেন তিনি। সেই সাথেই রয়েছে এই রান্নার শো। ইনস্টাগ্রামে পোস্ট করে সঞ্চালিকা লেখেন, ‘বাংলাদেশের রান্নার শোয়ের সঞ্চালনার জন্য কলকাতা ছাড়লাম। ওই রান্নার শোয়ের নাম রাঁধুনি-এপার বাংলা ওপার বাংলা।’

 

তবে হঠাৎ এমন একটা ইউনিক শো-র সুযোগ এল কিভাবে? সুদীপা জানিয়েছেন, শো-র স্পনসররাই নাকি যোগাযোগ করেছিলেন তার সাথে‌। প্রথমে অন্য একটা চ্যানেলে প্রোগ্রামটি হওয়ার কথা থাকলেও পরে ঠিক হয়ে, মাছরাঙা চ্যানেলে হবে। রাজস্থান থেকে শুরু করে উত্তর দক্ষিণ, ভারতের বিভিন্ন প্রদেশের রান্না করবেন তিনি। এমনকি মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে প্রসেনজিৎ-র পছন্দের রান্নাও রেঁধে খাওয়াবেন সুদীপা। শোনা যাচ্ছে শুটিংৎয়ের কারণে এখন কিছুদিন বাংলাদেশেই থাকবেন তিনি।

 

https://fb.watch/svTEfGT8zx/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version