BSF: সীমান্তবাসীর বাড়িতে আকস্মিক আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল বিএসএফ! কৃতজ্ঞ এলাকাবাসী

।। প্রথম কলকাতা ।।

BSF: দেশের সীমান্তে সীমান্তবর্তী বাসিন্দাদের দিকে বারংবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিএসএফ (BSF)। আবারো মানবতার দৃষ্টান্ত স্থাপন করল বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force)। সীমান্তবাসীর বাড়িতে আকস্মিক আগুন লেগেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী। ঘটনাটি ঘটেছে ১৩ই এপ্রিল দুপুর বেলা মুর্শিদাবাদের নতুনপাড়া গ্রামের সোনারাম মণ্ডলের বাড়িতে।

সীমান্ত লাগোয়া সোনারাম মণ্ডলের বাড়িতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বর্ডার পোস্ট মদনঘাটের জওয়ানরা। সঙ্গে নিয়ে যায় ফায়ার কুলার এবং অগ্নি নির্বাপক যন্ত্র। এই ঘটনায় সোনারাম মণ্ডলের শরীর কিছুটা পুড়ে গিয়েছে। এছাড়াও ওই ঘটনা দেখে অজ্ঞান হয়ে যায় সাদামণি মণ্ডল নামক এক মহিলা। তাদের দুজনকেই দ্রুত নিয়ে যাওয়া হয়েছে নাসিরপুর সরকারি হাসপাতালে। দুজনের অবস্থা স্থিতিশীল। করোনা পরিস্থিতি, দেশের সুরক্ষা থেকে শুরু করে সাধারণ নাগরিকের সমস্যা, সব ক্ষেত্রেই এগিয়ে এসেছে বিএসএফ। এবারেও নতুন নজির তৈরি করল দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ৩৫ ব্যাটালিয়নের জওয়ানরা। একই দিনে ৩৫ ব্যাটালিয়নের বর্ডার পোস্ট লাভনগোলার জওয়ানরা তাভারপাড়াতে আগুন নিভিয়েছে। যেখানে প্রায় ছটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় কোনো প্রানহানি না হলেও ঘরে থাকার সমস্ত জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদি সময়মতো বিএসএফ এসে না পৌঁছাত তাহলে আরও অনেক ঘরবাড়ি পুড়ে যেত। নতুন রাজাপুর এবং চারালোয়ানগোলার জনগণ তাই সীমান্ত রক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

চলতি বছরের মার্চের প্রথমে প্রায় ৫০ থেকে ৬০ একর জমিতে হিজল বনে ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহের হবিবপুরে, হিজলবন এলাকায়। কাঁটাতারের ওপারে আগুন লাগলেও ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। বিএসএফ দ্রুত দমকল এনে আগুন নিয়ন্ত্রণে আনে। শুধু সীমান্ত নিরাপত্তা নয়, বিএসএফ এই ভাবে বারংবার সীমান্ত লাগোয়া বসবাসকারী মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়িয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version