Child  sportsman: সাফল্য এসেছিল আগেই, এবার রোলার স্কেটিংয়ে ন্যাশনালে নামছে ছোট্ট কৃষ্ণেন্দু

।। প্রথম কলকাতা ।।

Child  sportsman: বয়স মাত্র আট বছর। ক্লাস টুয়ে পড়ে কৃষ্ণেন্দু। রোলার স্কেটিংকে সঙ্গী করে রাজ্যস্তরে সাফল্য এসেছিল আগেই। এবার সে নামতে চলেছে জাতীয় স্তরের প্রতিযোগিতায়। ব্যাঙ্গালোরে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কৃষ্ণেন্দু।

বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে খেলতে যাচ্ছে নদীয়ার এক খুদে। বছর আটের কৃষ্ণেন্দু দাস লকডাউন থেকে রোলার স্কেটিংয়ের অনুশীলন নিতে শুরু করেছিল। সেই অনুশীলনের মধ্য দিয়ে সাফল্য এসেছে। রোলার স্কেটিংয়ে বাংলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে। এবার বাংলা পেরিয়ে জাতীয় স্তরে খেলতে যাচ্ছে বীরনগর এর ছোট্ট কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু ক্লাস টু এর ছাত্র।

পড়াশোনার পাশাপাশি লকডাউনের সময় তার বাবার কাছেই রোজার স্কেটিংয়ের প্রশিক্ষণ নিতে শুরু করে কৃষ্ণেন্দু। ইতিমধ্যেই রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম হয়ে গোল্ড মেডেল পেয়েছে ছোট্ট কৃষ্ণেন্দু। এবার সে প্রস্তুত হচ্ছে ব্যাঙ্গালোরে জাতীয় স্তরে খেলতে যাওয়ার জন্য।

কৃষ্ণেন্দুর বাবা একজন কোচ। আগে কোচ হিসেবে কলকাতায় প্রশিক্ষণ দিতেন। এখন নদিয়ায় তিনি প্রশিক্ষণ দেন। অনেক শিশুই তাঁর কাছে প্রশিক্ষণ নেয়। তার মধ্যে অনেকেই ন্যাশনাল এবং স্টেট লেভেলের খেলায় অংশগ্রহণ করেছে। অন্যদের সঙ্গে নিজের সন্তানকে সফল করে তুলতে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে চলেছেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version