H.S Exam: উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিয়মের কড়াকড়ি, একগুচ্ছ নির্দেশিকা পর্ষদের

।। প্রথম কলকাতা ।।

H.S Exam: কাল থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, যা চলবে ২৭ মার্চ পর্যন্ত। উচ্চমাধ্যমিকে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫৫ হাজার। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে ১ লক্ষেরও বেশি। তার আগে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল পর্ষদ। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, যা শেষ হবে দুপুর ১টায়। করোনা মহামারীর সময়ে যেসমস্ত পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়। তারাই এবার জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসতে চলেছে। আর তাই পরীক্ষা নিয়ে বেশ তৎপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)।

উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে বেশকিছু কড়া নির্দেশিকা জারি করেছে পর্ষদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য জানিয়েছেন, মোবাইল নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে, শুধু তার পরীক্ষাই বাতিল করা হবে না, বাতিল করা হবে রেজিস্ট্রেশনও। শুধু পরীক্ষার্থীরাই নয়, ভেন্যু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি ছাড়া কোনও শিক্ষাকর্মীই ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না।

বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। এছাড়াও কোনও কোনও পরীক্ষাকেন্দ্রে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। পরীক্ষাকেন্দ্রে পুলিস আধিকারিকের উপস্থিতিতে খুলতে হবে প্রশ্নপত্র। পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন রয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার পরেই প্রশ্নপত্র বিতরণ করা হবে। ভেনু সুপারভাইজারদের আইডি কার্ড দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব তাদের কাঁধে। যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে ২০ দফা নির্দেশিকা জারি করেছে পর্ষদ।

১.মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। ধরা পড়লে শুধু পরীক্ষা বাতিলই নয়, বাতিল হতে পারে রেজিস্ট্রেশনও।
২. প্রথমদিন পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। অন্যান্য দিন অন্তত আধঘণ্টা আগে পৌঁছাতে হবে।
৩. অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না।
৪.পরীক্ষা শুরুর একঘন্টার আগে কাউকেই বাইরে বা টয়লেটে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না।
৫. তিন ঘণ্টার পরীক্ষায়, পৌনে তিন ঘন্টার আগে খাতা জমা দেওয়া যাবে না।
৬. পরীক্ষকদের বিরুদ্ধে কোনো ধরনের গুরুতর অভিযোগ এলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
৭. পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কোনো শিক্ষক এবং শিক্ষা কর্মী পরীক্ষার হল থেকে বাইরে যেতে পারবেন না।
এছাড়াও আরও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে পর্ষদ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version