Vande Bharat stoppage demand: শান্তিনিকেতনে দাঁড়াক বন্দে ভারত, রেলমন্ত্রীর কাছে আর্জি বিজেপির রাজ্য সভাপতির

।। প্রথম কলকাতা ।।

Vande Bharat stoppage demand: এমনিতে স্টপেজ নেই। তবুও কি শান্তিনিকেতনে দাঁড়াবে বন্দে ভারত? জানা যাবে খুব তাড়াতাড়ি। কবিগুরুর কর্মতীর্থ শান্তিনিকেতনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ চেয়ে রেলমন্ত্রীকে চিঠি (Letter) দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর দাবি, কবিগুরুর স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন-বোলপুর স্টেশনে দাঁড়াক বন্দে ভারত এক্সপ্রেস। একজন জনপ্রতিনিধি তথা বাংলার নাগরিক হিসাবে তিনি রেলমন্ত্রীর কাছে এই দাবি রাখছেন বলে চিঠিতে লিখেছেন তিনি।

বিজেপি রাজ্য সভাপতির যুক্তি, বছরভর দেশ বিদেশের অসংখ্য পড়ুয়া এবং পর্যটকেরা শান্তিনিকেতনে আসেন। কিন্তু বোলপুর শান্তিনিকেতনে বিমান যোগাযোগ নেই। তাই বন্দে ভারত ট্রেন বোলপুর-শান্তিনিকেতনে দাঁড়ালে উপকৃত হবেন বহু মানুষ। বোলপুর-শান্তিনিকেতনে স্টপেজ দেওয়া হলে সমাজের প্রতিটি ক্ষেত্র থেকেই মানুষ তার সাধুবাদ জানাবেন বলেও রেলমন্ত্রীকে চিঠিতে লিখেছেন সুকান্ত।

শুক্রবার ৩০ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Exprees)। উদ্বোধন করতে হাওড়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রাপথে সময় লাগবে সাড়ে ৭ ঘণ্টা। দাঁড়ানোর কথা মাঝের দুটি স্টপেজে। মাঝে শুধু নিউ ফরাক্কা এবং মালদহ টাউন স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। আরও একটি স্টপেজ চেয়ে এ বার চিঠি গেল রেলমন্ত্রীর দফতরে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের চিঠির ইতিবাচক সাড়া মেলে কিনা সেটাই এখন দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version