Kolkata Metro : অত্যাধুনিক ইন্টারলোকিং সিস্টেম কলকাতা মেট্রোয়, যাত্রাপথ হবে আরও সুরক্ষিত

।। প্রথম কলকাতা।।

Kolkata Metro : কলকাতা মেট্রো তরফ থেকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া হল । ইলেকট্রনিক ইন্টারলোকিং সিস্টেম ( Electronic Interlocking System) বসল কলকাতা মেট্রো রেলে। আরও আধুনিকীকরণ করা হয়েছে এই ইন্টারলকিং সিস্টেম। অর্থাৎ এবার আর ম্যানুয়াল পদ্ধতিতে নয়, এই ইন্টারলকিং সিস্টেম এর কাজটি চলবে সম্পূর্ণ আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থায়। এই অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় দুটি মেট্রোর ব্যবধান আরও কমবে , এমনটাই দাবি মেট্রো কর্তৃপক্ষের।

সূত্রের খবর অনুযায়ী, এই নতুন ইলেকট্রনিক ইনটারলকিং সিস্টেম আপাতত বসানো হয়েছে ব্লু লাইন ( Blue Line) মেট্রোয় । অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া এবং নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরে যে মেট্রো গুলি আসবে সেই গুলিতেই এই নতুন ইন্টারলকিং ব্যবস্থার সুবিধা থাকছে। এই লাইনের মেট্রোগুলিতে ইন্টারলকিং সিস্টেমের কাজ করার কারণে বর্তমান মেট্রো ( Kolkata Metro) পরিষেবা কোনভাবে প্রভাবিত হয়নি । কর্মব্যস্ত সপ্তাহের দিনগুলিতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিদিন প্রায় ৬ লক্ষ যাত্রী যাতায়াত করেন। যত দিন যাচ্ছে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এমনটাই বলছে মেট্রো কর্তৃপক্ষ।

কাজের মেট্রো চাহিদাও বৃদ্ধি পাচ্ছে । বর্তমানে পাঁচ মিনিট অন্তর অন্তর মেট্রো পরিষেবা মেলে তবে অত্যাধুনিক এই ইন্টারলকিং সিস্টেমের সাহায্যে ওই ৫ মিনিটের ব্যবধানকে আরও কমিয়ে ফেলা সম্ভব। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও মাঝেমধ্যেই মেট্রো রুটে পয়েন্ট ফেলিওর বা সিগনাল ফেলিওরের মত দুর্ঘটনা ঘটে থাকে। অটোমেটিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম সেই ধরনের দুর্ঘটনা রুখতে সাহায্য করবে। মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, এই অত্যাধুনিক ইন্টারলকিং সিস্টেম যারা অপারেট করবেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে এবং এতে মেট্রোর স্পিড বাড়বে। বেশি সংখ্যক মেট্রো পরিষেবা দেওয়া যাবে। যাত্রীদের নিরাপত্তাকেও নিশ্চিত করবে এই অত্যাধুনিক ব্যবস্থা।

মূলত মেট্রো পরিষেবার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই সিগন্যালিং সিস্টেম । লাইন বদল করার সময় দায়িত্বে যে প্যানেল অপারেটররা থাকতেন তাঁরা ম্যানুয়ালি গোটা ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করতেন। প্যানেল অপারেটররা বোতাম চেপে ধরে ম্যানুয়ালি মেট্রো লাইন বদল করতেন । তাতে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা ছিল। আর সম্পূর্ণ প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষেও ছিল । কিন্তু এই অত্যাধুনিক ব্যবস্থা অনেকটাই সময় বাঁচাবে যাত্রীসহ প্যানেল অপারেটরদের। এক কথায় সম্পূর্ণ মেট্রো পরিষেবা চলবে একেবারেই মসৃণ ভাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version