Vande Bharat Express: বন্দে ভারতের রক্ষণাবেক্ষণে অত্যাধুনিক ডিপো, খরচ ৩০০ কোটি!

।। প্রথম কলকাতা ।।

Vande Bharat Express: প্রায় ৩০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে বিশেষ ডিপো। হাওড়া স্টেশনে (Howrah Station) এই ডিপো বন্দে ভারতের (Vande Bharat) দেখভাল করবে। ইতিমধ্যে তিনটি পর্যায়ে কাজটিকে ভাগ করে নেওয়া হয়েছে, যার মধ্যে একটি পর্যায়ে প্রায় ১৪০ কোটি টাকা খরচ হয়েছে। বুধবার কাজের ভিত্তিতে বন্দে ভারতের রক্ষণাবেক্ষণের জন্য ডিপোটি খুলে দেওয়া হয়েছে।

৩০০ কোটি টাকা ব্যয়ে এমন ভাবে ডিপোটি তৈরি করা হচ্ছে যেখানে গোটা বছর ধরে যে কোন আবহাওয়ায় ১৮ কোটি ট্রেনের রক্ষণাবেক্ষণ করার করা যাবে। বুধবার (Wednesday) হাওড়ার ঝিল সাইডিংয়ে নতুন ডিপোর উদ্বোধন হয়েছে। ডিপোতে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। শেড একেবারে ঢাকা। এমনভাবে দুটি লাইন তৈরি করা হয়েছে যেখানে ট্রেনের অভ্যন্তরীণ মেঝে, ছাদ এবং ট্রেনের তলা একই সঙ্গে পরীক্ষা করা যাবে। অত্যাধুনিক ডিপোটির আরেকটি ভালো দিক হলো, নতুন শেডে জল পুনর্ব্যবহার ব্যবস্থা রয়েছে। তার জন্য রয়েছে কোচ ওয়াশিং প্লান্ট। ডিপোতে শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেসকে দেখাশোনার জন্য রয়েছে চল্লিশ জন কর্মীর বিশেষ টিম।

আগে ট্রেন পরীক্ষা করার ক্ষেত্রে একাধিক লাইনে ট্রেন নিয়ে গিয়ে পরীক্ষা করা হত। কিন্তু সেক্ষেত্রে প্রচুর সময় নষ্ট হত। এবার নতুন ডিপোয় কাজ হবে দ্রুত, আবার সময়ও বাঁচবে। নতুন ডিপোতে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও আরো চারটি এক্সপ্রেস ট্রেনে রক্ষণাবেক্ষণ করা সম্ভব। তিনটি ধাপের কাজে এখনো অনেক কাজ বাকি। শেষ ধাপে লিলুয়ার দিকে লাইনটি আরো বৃদ্ধি করার ভাবনাচিন্তা চলছে। পাশাপাশি পাশের কয়েকটি লাইন যুক্ত করা হতে পারে। এক্ষেত্রে খরচ হবে প্রায় ১০৩ কোটি টাকা। তারপরের ধাপে ৬৪ কোটি টাকা খরচে কাজ সম্পূর্ণ হবে। শুধু হাওড়া নয়, ডানকুনিতেও এই ধরনের অত্যাধুনিক ডিপো গড়ে তোলা হবে। যদি হাওড়া আর ডানকুনিতে দুটি জায়গায় ডিপো তৈরির কাজ সম্পূর্ণভাবে হয়ে যায় তাহলে প্রতিদিন অন্তত ৪০ থেকে ৫০টি করে বন্দে ভারতের মতো ট্রেনের রক্ষণাবেক্ষণ সম্ভব।

ভারত এখন দ্রুতগতির ট্রেনের প্রতি একটু বেশি নজর দিচ্ছে। তাই বন্দে ভারত এক্সপ্রেস রক্ষণাবেক্ষণের জন্য এত আয়োজন। হাওড়ায় তৈরি অত্যাধুনিক ডিপোয় কমপ্লেক্সে তিনটি তল রয়েছে। যেখানে ট্রেনের নিচের অংশ, মাঝের অংশ এবং উপরের অংশ অর্থাৎ বিভিন্ন তল থেকে ট্রেনটির রক্ষণাবেক্ষণ করা যাবে। মূলত ভবিষ্যতের কথা চিন্তা করেই নতুন রূপে সাজানো হচ্ছে ডিপোটিকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version