Sri Lanka Pakistan: ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি, ওষুধের দাম কমছে হু হু করে, পাকিস্তান কেন পারছে না?

।। প্রথম কলকাতা ।।

Sri Lanka Pakistan: শ্রীলঙ্কা করে দেখাল পাকিস্তান দাহা ফেল। শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে দেউলিয়া ট্যাগ ঘুচে যাবে এবার। জিনিসের দাম কীভাবে কমছে চর্চা শুরু গোটা দুনিয়ায়। IMF এ টাকা কীভাবে কাজ লাগাতে হয় পাকিস্তান দেখুক। ৩.৯ বিলিয়ন অর্থ কোন কাজে লাগিয়েছিল পাকিস্তান? হিসেব দিতে পারবে। শ্রীলঙ্কা নিজেদের দেউলিয়া ঘোষণার পর সেখানের রাজনৈতিক অস্থিরতার পরও যা করে দেখাল সেটা কি করে দেখানোর সাহস রয়েছে পাকিস্তানের৷ তুলনা হবেই কারণ রয়েছে বড়৷ রয়টার্সের রিপোর্ট বলছে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি

প্রশ্ন উঠছে কীভাবে?

তাহলে কি ভারতের পাশে থাকা যে আরএকটা দেশ রয়েছে। তাহলে সেই দেশেরটারও একটু শেখা উচিত। গত বছর পুরোদমে ব্যাঙ্করাপ্ট হওয়া দেশটা কীভাবে এত জলদি খেলা ঘোরালো? শ্রীলঙ্কায় যে কারণে অর্থনীতি ধসে পড়েছিল বহু বিশেষজ্ঞদের দাবি পাকিস্তানের অর্থনীতির বেহাল দশার নেপথ্যে একই কারণ রয়েছে। রেমিটেন্স সমস্যা, রপ্তানিতে অতি দুর্বল লাভ, প্রাকৃতিক বিপর্যয়, ভুল প্রজেক্টের বিনিয়োগ। সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ পয়েন্ট রাজনৈতিক অস্থিরতা পলিটিক্যাল ইনস্টেবিলিটি। পাকিস্তান হতে চলেছে দুর্ভিক্ষর হটস্পট এমনি আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘের রিপোর্টে। পাকিস্তানীদের রাতের ঘুম উড়িয়ে দিতে ষথেষ্ট এই একটা রিপোর্টই। অনেকেই বলছেন এখনও তো আধাপেট খেয়েই ঘুমোতে হচ্ছে পাকিস্তানের অনেককেই।

কারণ ২০২২ এ গোটা দুনিয়ার শ্রীলঙ্কার যে খবর দেখে চমকে যাচ্ছে এখন পাকিস্তান থেকে সেই খবর আসছে। যখন শ্রীলঙ্কাকে আর এক টাকাও ঋণ দিতে রাজী ছিল না কোনও দেশ তখন IMF পাশে ছিল। আর তাতেই খুব অল্প মাসেই কামাল হওয়া শুরু রিপোর্ট বলছে, আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ায় গত নয় মাসে শ্রীলঙ্কার অর্থনীতির উন্নতি হয়েছে চড়তে থাকা মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রিজার্ভও শক্তিশালী হয়েছে। পাকিস্তানকে IMF আর এক নয়া পয়সাও দেবে না৷ দেওয়ার কথা ছিল ৬ বিলিয়ন ডলার৷

ভাববেন না এক টাকাও দেয়নি IMF আগেই এক রিপোর্টে প্রথম কলকাতা আপনাদের জানিয়েছিল ৩.৯ বিলিয়ন ডলার অর্থ পাকিস্তানকে অলরেডি দিয়ে দিয়েছে IMF । সেই টাকা দিয়ে কি করা হল? দেশের কোন কাজে সেই টাকা লাগল? পাকিস্তানিরা কি সে হিসেবর একটুও জানেন? শুধু শ্রীলঙ্কা নয় বাংলাদেশও IMF লোন পেয়েছে আর তা দিয়ে কাজ করছে। পাকিস্তানের জনতা বলছে ইসলামাবাদের সরকারের হিসেব দিতে পারবে কিনা সন্দেহ আর সাধারণ মানুষের কথা তো ছেড়ে দিন৷

উল্লেখযোগ্যভাবে শ্রীলঙ্কায় কমছে এবার ওষুধের দাম। কোন কোন ওষুধের দাম ৯৭ শতাংশও বেড় গিয়েছিল। দেশটির অর্থমন্ত্রী কেহেলিয়া রামবুকয়েলা জানিয়েছেন আমদানি করা ওষুধের ঘাটতি দেখা দিয়েছিল। তবে এবার মুদ্রা শক্তিশালী হওয়ায় আগামী ১৫ জুন থেকে প্রয়োজনীয় প্রায় ৬০ শতাংশ ওষুধের দাম ১৬ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহে ৩০০ থেকে ৪০০ পণ্যের ওপর থাকা আমদানি বিধিনিষেধ তুলে নেয়া হবে। এখনও পরিস্থিতি পুরোপুরি স্টেবল না হলেও শ্রীলঙ্কা যে সঠিক ট্র্যাকে চলছে এটা বোঝা যাচ্ছে৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version