।। প্রথম কলকাতা ।।
Pigeon in Jalpaiguri: কিছুদিন আগেই ওড়িশায় (Odisha) উদ্ধার হয়েছিল এক রহস্যজনক পায়রা (Pigeon)। যার পায়ে বাঁধা ছিল ক্যামেরা (Camera), যা রীতিমত চিন্তা বাড়িয়েছিল ভারতীয় উপকূলে। এবার হিমাচল প্রদেশ (Himachal Pradesh) থেকে জলপাইগুড়িতে (Jalpaiguri) উড়ে এল একটি পায়রা। যার পায়ে লেখা রয়েছে ফোন নম্বর। বঙ্গে বারবার ঘটছে এই পায়রা কাণ্ড। পায়রাকে শান্তির দূত বলা হলেও সেই প্রাচীনকাল থেকে এই পাখিটিকে গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহার করা হয়েছে। কয়েকদিন আগে ওড়িশায় পাওয়া পায়রাটির ডানায় অজানা ভাষায় কিছু লেখা ছিল। সেই অর্থ খুঁজতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়। পাখিটির পায়ে ছিল একটি যন্ত্র। বছর দুই আগে ভারতে হানা দিয়েছিল পাক গুপ্তচর পায়রা। যার পায়ে বাঁধা ছিল রহস্যময় রিং। পায়রার পায়ে এই ভাবে জরুরি বা গোপন বার্তা বেঁধে তথ্য আদান-প্রদানের রীতি একেবারেই নতুন নয়।
সম্প্রতি আবার আরেকটি পায়রাকে নিয়ে রহস্য দেখা দিয়েছে জলপাইগুড়িতে। হিমাচল প্রদেশের পায়রা পাওয়া গিয়েছে এখানে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সদর ব্লকের প্রধান পাড়া হাট এলাকায়। ওই পায়রাটির পায়ে মোবাইল নম্বর লেখা ছিল। প্রধান পাড়া হাট এলাকা মূলত ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া। পায়রাটিকে শনিবার প্রথম উড়তে দেখা যায়। প্রথমে অনেকে ধরতে গেলে পাখিটি পালিয়ে যায়। একটি দোকানের উপর পায়রাটিকে বসে থাকতে দেখে স্থানীয়রা রবিবার সকালে তাকে ধরে ফেলে। তখনই সবার নজরে আসে পায়রাটির পায়ে লেখা রয়েছে মোবাইল নম্বর।
পায়রাটি গিরিবাজ জাতের। পাখিটির পায়ে যে ফোন নম্বর দেওয়া ছিল সেখানে যোগাযোগ করে কথা হয় হিমাচল প্রদেশের বাসিন্দা এমডি আকবর নামক এক ব্যক্তির সাথে। পায়রাটি অসুস্থ। সেজন্য স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস তাকে নিজের কাছে রেখে দিয়েছে। সুস্থ হলে আবার ছেড়ে দেবেন। গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে ওই পায়রাটির সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। পাখিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পায়রাটি পায়ে একটি আংটির মতো প্লাস্টিকের রিং ছিল, তাতেই লেখা ছিল নাম, ঠিকানা, ফোন নম্বর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম