।। প্রথম কলকাতা ।।
Republic Day 2023: দোরগোড়ায় কড়া নাড়ছে প্রজাতন্ত্র দিবস। নেতাজির জন্মজয়ন্তী পার হলেই এই দিনটিকে কেন্দ্র করে সেজে ওঠে নয়া দিল্লি থেকে কলকাতা সর্বত্র। এবারে একসঙ্গে প্রজাতন্ত্র দিবসের দিন রয়েছে সরস্বতী পুজও। ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য সরকারি ক্ষেত্রে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুরের এই দিনটি উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। চতুরঙ্গ ময়দানে হয়ে গিয়েছে রিহার্সাল। এই বিশেষ অনুষ্ঠানে হাজির থাকবেন মহাকুমাশাসক সহ বিশিষ্টরা।
প্রত্যেক বছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ প্যারেডের আয়োজন করা হয় দুর্গাপুরে। কিন্তু গত দু’বছর করোনার (Corona) কারণে আড়ম্বহীনভাবে এই দিনটি পালন করা হয়েছিল। তবে চলতি বছর নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি, তাই বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পশ্চিম বর্ধমানের (West Bardhaman) জেলাস্তরে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে আসানসোলে। প্যারেডে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি টিম অংশগ্রহণ করবে। পাশাপাশি সিআরপিএফ, সিআইএসএফ দমকল বিভাগ সহ বেশ কিছু জায়গা থেকে একটি করে টিম হাজির থাকবে। সেইসঙ্গে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এনসিসি টিম অংশগ্রহণ করবে।
এদিকে প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে এবারে দিল্লির (Delhi) অনুষ্ঠানে অনেককিছু প্রথমবার হতে চলেছে। প্রত্যেক বছর অনুষ্ঠানে দর্শক আসনের প্রথম দু’টি সারি থাকে বিশিষ্ট অতিথিদের জন্য। কিন্তু এই বছর কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে বসবে রিকশাওয়ালা, সবজি বিক্রেতার মত সাধারণ মানুষ। পাশাপাশি কর্তব্যপথ তৈরিতে নিযুক্ত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা জায়গা পাবেন। বদল আনা হয়েছে কিছু নিয়মে। এবারের থিম ‘সাধারণের অংশগ্রহণ’। আর সেই কথা মাথায় রেখেই সামনের সারিতে বসবেন সাধারণ মানুষ। কোভিড বিধি মাথায় রেখে এবারের আসন সংখ্যা কম। ৪৫ হাজার আসন থাকবে দর্শনার্থীদের জন্য। তার মধ্যে ৩২ হাজার আসন সাধারণ মানুষ অনলাইনে বুক করতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম