Soumitrisha Kundu: দেবের হাত ধরেই রাজনীতিতে সৌমিতৃষা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মিঠাই রাণীর

।। প্রথম কলকাতা ।।

 

Soumitrisha Kundu: এবার রাজনীতিতে নামতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু? দেবের হাত ধরেই নাম লেখাবেন পলিটিক্সে? জল্পনা বাড়িয়ে সৌমিতৃষা করলেন বড়সড় মন্তব্য।মুখ খুললেন মিঠাই রাণী নিজেই। যদিও লোকসভা ভোটের প্রচারে দেবের পাশে দেখা যায়নি তাকে। উল্টে প্রচার করেছেন রাজ চক্রবর্তীর হয়ে। কেন? দেব ডাকেননি তার নায়িকাকে? কী বলছেন সৌমিতৃষা? কোন দলে নাম লেখাবেন অভিনেত্রী? টলিউডে পা দিয়েই বড় পদক্ষেপ মিঠাই রাণীর।

 

মিঠাই সিরিয়াল থেকে সোজা দেবের নায়িকা। সৌমিতৃষার যে এলেম আছে সেকথা বলাই বাহুল্য। বড় অল্প সময়ের মধ্যে বড়পর্দায় জায়গা করে নিয়েছেন মিঠাইরাণী। লোকসভা ভোটের আগে তো রাজ চক্রবর্তীর সাথে প্রচারেও নেমেছিলেন। তখন থেকেই প্রশ্ন, তবে কি সৌমিতৃষার পরবর্তী লক্ষ্য রাজনীতি? বাকিদের মত মিঠাইরাণীও কি তবে রাজনীতিতে যোগ দিচ্ছেন? জল্পনা উস্কে বড়সড় মন্তব্য সৌমিতৃষার।

 

হিরো থেকে হিরোইন, কমবেশি গোটা টলিউড এখন রাজনীতির সাথে যুক্ত। তাহলে সৌমিতৃষাই বা বাকি থাকে কেন বলুন তো? কবে রাজনীতিতে পা রাখছেন তিনি? প্রশ্ন উঠতেই সোজা ব্যাটে উত্তর নায়িকার। স্পষ্টই জানালেন, কেউ তাকে যোগ্য মনে করলে রাজনীতিতে তার অনীহা নেই। মানুষের সেবা করার জন্য তিনি সদাই প্রস্তুত। দেবের নায়িকা মনে করেন, কোনও বড় পোস্টে থাকলে সেটা আরও সহজ হয়ে যায়। যদিও পরে অবশ্য বললেন, সত্যিই তিনি রাজনীতিতে আসতে চাইছেন কি না, সেটা এখনও ভেবে দেখেননি।

 

আচ্ছা আপনিও কি সৌমিতৃষাকে রাজনীতিতে দেখতে চান? নাকি মনে করেন, অভিনয়ের মধ্যে থাকাটাই তার জন্য ভালো? কী মনে হয় আপনার?

 

মতামত যাই হোক না কেন, এটা কিন্তু ঠিক যে মিঠাইরাণী রাজনীতিতে এলে ভালো জনপ্রিয়তা পাবেন। লোকসভা নির্বাচনে তার সেই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়েছেন রাজ চক্রবর্তী। যদিও সকলেই ভেবেছিল লোকসভা নির্বাচনে দেবের পাশেই দেখা যাবে সৌমিকে। তবে সেটা হয়নি। উল্টে প্রচার করেছেন রাজ চক্রবর্তীর হয়ে।

 

তবে কি দেব ডাকেননি? নাকি তিনি যাননি? এই প্রশ্নটা বেশ মাথা চাড়া দিয়েছিল সেই সময়। এর জবাবেও কোনও রাখঢাক রাখলেন না। স্পষ্টই জানালেন যে, দেব তাকে ডাকেননি। অবশ্য এতে যে তার মনে কোনও ক্ষোভ রয়েছে সেটা নয়। উল্টে জানালেন দেব নাকি তার অভিভাবক। যখনই যা সমস্যা হয় দেব গাইড করে দেন তাকে। তাই অভিনেতা জিততেই শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী।

 

সেই সাথে সৌমি এটা জানাতেও ভুললেন না যে, তিনি দেবের ঠিক কত বড় ভক্ত। সেই কোন ছোটবেলা থেকেই অভিনেতাকে অ্যাড মায়ার করে আসছেন। আর এখন তো দেবের নায়িকাও বটেন। তাই দেব জেতায় তিনি যে খুশিই হবেন সেকথা বলাই বাহুল্য।

 

আচ্ছা, সৌমিতৃষাকে নিয়ে এত কথা তো হল, তবে এটা জানেন কি যে, ‘প্রধান’র আগেও দেবের ছবির অফার এসেছিল তার কাছে। শোনা যায় ‘বাঘাযতীন’ সিনেমার জন্য তাকে বাছা হয়েছিল। তবে সেই সময় মিঠাইয়ের কাজে তিনি এতই ব্যস্ত ছিলেন যে, বড়পর্দার কথা ভাবার সময় মেলেনি। আসলে সৌমিতৃষা একসাথে অনেক কাজ করতে পছন্দ করেননা। তিনি যখন যেটা করেন, সেটাতেই মন দিতে চান। তাই নায়িকা কখনও রাজনীতিতে এলে সেটাও যে মন দিয়েই করবেন সেকথা বলাই বাহুল্য।

https://fb.watch/sHPokTOEzR/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version