চোখজুড়নো হস্তশিল্পের পসরা, বাংলার এই জেলায় সোনাঝুরি ঘাট

।। প্রথম কলকাতা ।।

সোনাঝুরির হাট শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ। দেশ-বিদেশের বহু পর্যটকরা পা রাখেন এই হাটে। এরকমই শিল্পার সম্ভার নিয়ে পূর্ব বর্ধমানের গাজীপুর গ্রাম পঞ্চায়েতে আয়োজন করা হয়েছে সোনাঝুরির হাটের। জেলা এবং জেলার বাইরের বিভিন্ন হস্তশিল্প, তাদের হস্তশিল্পের পসরা সাজিয়ে বিক্রেতারা বসেছিলেন এই হাটে। পূর্ব বর্ধমানের মানুষকে শান্তিনিকেতনের স্বাদ খুব সহজে পাইয়ে দিতে এমন আয়োজন করা হয়েছিল।

আজই ছিল হাটের শেষ দিন। এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই হাট, মেলা বাঙালিকে আরও উৎসাহ দিচ্ছে প্রতিদিন। ছোট বড় মিলিয়ে নানা স্টল। নিজেদের হাতে তৈরি পণ্য এখানে বিক্রি করছেন। প্রশাসনিক প্রধানরাও তদারকি করে গিয়েছেন হাটে এসে।

কি নেই সেখানে, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে হ্যান্ডলুম শাড়ি, কাঁথা স্টিচ, নকশা করা শাড়ি, নানা ধরনের অলংকার, মহিলাদের ব্যবহারের ব্যাগ, চাদর, এমনকি খাওয়ার নানা উপকরণের বড়িও পেয়ে যাবেন এই হাটে। হুবহু সোনাঝুরির মতোই খাঁটি জিনিস ও আবহ উপভোগ করতে পারবেন। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পাশাপাশি নানা বয়সের মানুষ ভিড় জমান এই সোনাঝুরির হাটে। কেনাকাটার পাশাপাশি চলে খাওয়া দাওয়াও।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version