Mid Day Meal: ডালের মধ্যে ভাসছে সাপ! ময়ূরেশ্বরে মিড ডে মিল খেয়ে অসুস্থ পড়ুয়ারা

।। প্রথম কলকাতা ।।

Mid Day Meal: সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের মিড ডে মিল বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে সপ্তাহে তিন দিন ডিম, মরশুমের ফল এবং মাংস দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। বরাদ্দ করা হয়েছে ৩৭২ কোটি টাকা। ঠিক এইরকম পরিস্থিতিতে বীরভূমের একটি স্কুলের ঘটনায় কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। ওই স্কুলের মিড ডে মিলের (Mid Day Meal) ডালের মধ্যে ভাসছে মৃত সাপ (Dead Snake)। ঘটনাটি জানাজানি হতেই স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। অসুস্থ হয়ে পড়েন বহু পড়ুয়া। ঘটনাটি বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের।

ঠিক কী হয়েছিল ?

সোমবার ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয় বেশ কিছু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College)। কিন্তু পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার কারণ হল মিড ডে মিলের খাবারে মৃত সাপের অস্তিত্ব । এদিন দুপুরে কুড়িজন পড়ুয়াকে খাবার দেওয়ার পরে দেখা যায় রান্না করা ডালের মধ্যে পড়ে রয়েছে একটি মৃত সাপ। তারপর যদিও খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে প্রায় কুড়িজন পড়ুয়া সেই খাবার খেয়ে ফেলেছে। ১৬ জন মতো খাবার খেয়ে অসুস্থ অনুভব করতে থাকে। বমি শুরু হয়ে যায় তাদের।

অসুস্থ পড়ুয়াদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তারপর পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখান। চড়াও হন স্কুলের শিক্ষক এবং কর্মীদের ওপর। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিভাবকদের দাবি, বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করছেন যে সকল রাঁধুনীরা, তাদের অসাধারণ তার জন্যই এই ঘটনাটি ঘটেছে। যতক্ষণে মৃত সাপ নজরে এসেছে তার আগে অনেক পড়ুয়ারই সেই ডাল খাওয়া হয়ে গিয়েছিল। খাবারে বিষক্রিয়ার জন্য অসুস্থ হয়ে পড়ে তাঁরা। এই গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষের অসাবধানতার দিকেই আঙুল তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version