Shah Rukh Khan-Shruti Haasan: শাহরুখকে তুলোধুনো শ্রুতি হাসানের, বাদশা-কে জবাব কড়া ভাষায়

।। প্রথম কলকাতা ।।

 

Shah Rukh Khan-Shruti Haasan: শাহরুখ খানকে তুলোধনা শ্রুতি হাসানের! ইডলি, ধোসা বলে দক্ষিণ ভারতীয়দের কটাক্ষ! একেবারেই সহ্য করবেন না কমল কন্যা। নাম না করেই কড়া ভাষায় জবাব দিয়েছেন অভিনেত্রী। শাহরুখের উপর কিসের রাগ শ্রুতির? আমাদের নকল করতে চেষ্টা করে হাসির পাত্র হবেন না। এক হাত নিলেন নেটিজেনদেরও। শ্রুতি হাসানের কথায় শোরগোল বলিপাড়ায়।

 

শ্রুতি হাসান বরাবরই একটু হটকে, একটু বোল্ড। সে পোশাক আসাকেই বলুন বা কথাবার্তায়। লোকে কী বলবে, এই পরোয়া তিনি কোনোদিনই করেননি। আর এবার তো সোজা শাহরুখকেই এক হাত নিলেন। বলিউডের বাদশাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন তার ভুল। নাম না করেই দাগলেন বড়সড় তোপ। সাউথ বনাম দক্ষিণ বিতর্কের আগুনে ঢাললেন ঘি। সেই সাথে বন্ধ করলেন নিন্দুকদের মুখ। কিং খানকেও যে কেউ এরকম কটাক্ষ করতে পারে, তা ভাবতেই পারেনি কেউ।

 

আসলে শাহরুখের মত শ্রুতিও ভক্তদের সাথে প্রশ্নোত্তর পর্ব খেলতে বেশ ভালোবাসেন। এই তো সেদিনই লিখেছিলেন, গাড়ির মধ্যে নাকি বোর হচ্ছেন তিনি। আর তাতেই এক নেটিজেন অনুরোধ করে বসেন, ‘দক্ষিণ ভারতীয় উচ্চারণে কিছু বলুন।’ এতেই চটে লাল হয়ে যান শ্রুতি। বেশ ঝাঁঝালো গলাতেই উত্তর দেন, এই ধরণের রেজিজম একেবারেই ভালো না। আপনারা যখন আমাদের দিকে তাকিয়ে ইডলি, ধোসা, সম্বর ইত্যাদি সম্বোধন করেন, মোটেও শুনতে মিষ্টি লাগে না। আমাদের নকল করতে চেয়ে নিজেদের হাসির পাত্র করবেন না।’

 

জবাবটা নেটনাগরিকের উদ্দেশ্যে দিলেও এটা কারোরই বুঝতে বাকি থাকেনা যে, এই রাগের পেছনে রয়েছেন শাহরুখ খান। কীভাবে জানেন? ভাবছেন, এর মাঝে শাহরুখ কোথা থেকে চলে এল? যোগসূত্র আছে। ঘটনা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জামনগরের প্রি-ওয়েডিংয়ের। সেখানেই ‘ওয়ে ইডলি’ বলে রামচরণকে ডেকেছিলেন কিং খান। তাতে রাম চরণ অবশ্য রিয়েক্ট করেননি। বরং মজার ছলেই নিয়েছিলেন বিষয়টা। স্টেজে উঠে নাটু নাটু গানে পারফর্মও করেছিলেন তিনি। তবে রিয়েক্ট করেছিলেন তার মেকআপ আর্টিস্ট জেবা আহসান। তীব্র প্রতিবাদ করে আম্বানির পার্টি ছেড়ে চলে যান তিনি।

 

এদিকে শ্রুতির কাছেও বোধহয় বিষয়টা অপমানজনক লেগেছিল। নেটিজেনদের ধারণা, সেই কারণেই সুযোগ বুঝে ধুয়ে দিলেন শাহরুখ খানকে।

 

যদিও নেটিজেনরা বলছেন, শ্রুতির নাকি এটা বাড়াবাড়ি। শাহরুখ যা বলেছিলেন, তা নিছকই মজা ছিল। বিদ্রুপ বা কটাক্ষ করে তিনি কিছুই বলেননি। সহজভাবেই নিয়েছিলেন রাম চরণও। তাহলে মাঝখান থেকে শ্রুতি কেন? শ্রুতি অবশ্য কারোর নাম নেননি পোস্টে।

 

আচ্ছা আপনার কী মনে হয়? শ্রুতি কি সত্যিই বাড়াবাড়ি করলেন? হয়ত শাহরুখ মজা করেই বলেছিলেন সেদিন। কী মনে হয় আপনার? শাহরুখ কি কখনও কাউকে এভাবে অপমান করতে পারেন? সত্যিই কি বলিউডের লোকজন দক্ষিণ এবং বাংলা ইন্ডাস্ট্রিকে ছোট করে দেখে? কী মনে হয় আপনার?

 

যদিও এই লড়াইটা বেশ পুরনো। দক্ষিণী তারকারা নিজেদের ইমেজ নিয়ে বরাবরই বেশ সতর্ক। বাঙালিরা সেটা পারে কি? এইতো কিছুদিন আগেই ‘কিলার স্যুপ’ মুক্তির আগেই কঙ্গনা সেনশর্মা এবং মনোজ বাজপেয়ী আড্ডায় বসেছিলেন। মনোজ বেশ সিরিয়াস হয়ে ভোজপুরিতে কথা শোনালেও, কঙ্গনা বাংলা বলতে গিয়ে হেসে লুটোপুটি খেলেন। এই বিষয়টাও একেবারেই পছন্দ করেনি ভক্তরা। সেদিক দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষায় শ্রুতিকেই এগিয়ে রাখছেন ভক্তরা।

 

https://fb.watch/sUTz-g6kIA/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version