Shootout: শ্যুটআউট দক্ষিণেশ্বরে, ডাকাতির কিনারা করতে গিয়ে গুলিবিদ্ধ সিভিক ভলেন্টিয়ার

।। প্রথম কলকাতা ।।

Shootout: রাজ্যে আবার ঘটল শ্যুট আউটের ঘটনা। গুলির আঘাতে আহত হলেন এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। ঘটনাটি ঘটে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ এলাকায়। একটি ডাকাতির ঘটনার কিনারা করতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে (Shootout) গুরুতর আহত হন সিভিক ভলেন্টিয়ার। একটি গেস্ট হাউসে তল্লাশি চলাকালীন এই ঘটনাটি ঘটে। যদিও সেখান থেকে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল। বর্তমানে ওই সিভিক ভলেন্টিয়ার চিকিৎসাধীন রয়েছেন বেসরকারি হাসপাতালে।

সূত্রের খবর অনুযায়ী, রহড়ায় কিছুদিন আগে হওয়া একটি ডাকাতির ঘটনায় তদন্ত চলছিল পুলিশের। রহড়া থানার পুলিশ সম্প্রতি জানতে পারে ওই ডাকাত দল দক্ষিণেশ্বরের (Dakshineshwar) একটি গেস্ট হাউসে গিয়ে উঠেছে ।সেখানেই রয়েছে তাঁরা। এই খবর পাওয়ার পর রহড়া থানার পুলিশ সহ ওই সিভিক ভলেন্টিয়ার গিয়ে পৌঁছায় গেস্ট হাউসটিতে। পুলিশ গিয়ে অভিযুক্তদের ছবি হোটেল কর্তৃপক্ষকে দেখাতেই তাঁরা চিহ্নিত করতে পারে। এরপর দুষ্কৃতীরা যখন বুঝতে পারে পুলিশের তল্লাশি চলছে হোটেলে তখনই তাঁরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

দুষ্কৃতীদের ওই গুলি গিয়ে সিভিক ভলেন্টিয়ারের পায়ে লাগে। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর অন্যদিকে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। উল্লেখ্য , রহড়া থানা (Rahara Police Station) এলাকার একটি প্লাস্টিক কারখানায় কয়েকদিন আগে ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় ডাকাত দল। তারপরেই গা ঢাকা দেয় তাঁরা। এই ঘটনার তদন্তে নেমেছিল রহড়া থানার পুলিশ। অবশেষে সেই ঘটনার কিনারা করা হল। তবে দক্ষিণেশ্বরের মতো এতো জমজমাট এলাকায় শুক্রবার বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version