।। প্রথম কলকাতা ।।
Bangladesh: স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আয়োজিত পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতার যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সেই সম্মেলনের দ্বিতীয় পর্বে যোগ দিতে শনিবার দোহার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার হাসিনার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানা গেছে সেখানে কাতারের আমিরের সঙ্গে জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।
কাতার থেকে বাংলাদেশ এলএনজি আমদানি করে থাকে। বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। সেই উদ্দেশ্যেই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে জ্বালানি খাতের বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে।
তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে এখনও পরিষ্কার করে কিছু জানা যায়নি। কাতার সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। জাতিসংঘের এই সম্মেলনটি ২০২২ সালের ২৩-২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছিল।