Pakistan: নির্লজ্জ পাকিস্তান, প্রকাশ করল অভিনন্দনকে দেওয়া চায়ের দাম ! কত টাকা?

।। প্রথম কলকাতা ।।

Pakistan: মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। কিন্তু ২০১৯ সালের সেই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান বারংবার নির্লজ্জের সীমা পার করছে। ২০১৯ সালে একটি ক্যাশ মেমো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছিল। বর্তমানে সেই ক্যাশ মেমো আবার পোস্ট করা হলো। যেখানে লেখা আছে এক কাপ চায়ের দাম (Tea Price)। ২০১৯ সালে ওই ক্যাশ মেমোটি পাকিস্তান (Pakistan) ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। সাধারণত পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ওই ওয়েবসাইটটি গবেষণা করত। পাশাপাশি সেটি সামনে আনে পাকিস্তানের বেসরকারি বেশ কিছু টিভি চ্যানেল। যদিও এই সত্যতা নিয়ে পাকিস্তান সেনাবাহিনী বারংবার চুপ থেকেছে। আবার সেই ক্যাশ মেমো নিয়ে শুরু হলো নতুন জলঘোলা।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পাক সেনার বিরুদ্ধে যোগ্য জবাব দেয় ৫১ স্কোয়াড্রন। যার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman)। ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। মিগ-২১ বিমানকে গুলি করে নামায় পাক সেনা। সেখানে ছিলেন অভিনন্দন। তিনি পাকিস্তানের মাটিতে অবতরণ করেন এবং পাকিস্তানি সেনাদের হাতে আটক হন। কিন্তু সেদিন তাঁর বীরত্ব অবাক করেছিল গোটা ভারতবাসীকে। দেশের কোন গোপন তথ্য শত্রুরা তাঁর মুখ থেকে বার করতে পারেনি। অবশেষে পাক সেনারা জেনিভা যুদ্ধ চুক্তি অনুযায়ী তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। গোপন তথ্য জানতে শত্রুরা বারংবার চাপ সৃষ্টি করলেও তিনি বিনয় আর দৃঢ়তার সাথে বারংবার বলেছিলেন, তিনি সেটা বলতে পারবেন না, তাঁর অনুমতি নেই।

অপরদিকে পাকিস্তান যেন তার ঘৃণ্য কার্যকলাপ থেকে একেবারেই বিরত থাকতে পারে না। সম্প্রতি অভিনন্দন বর্তমানকে পরিবেশিত চায়ের একটি বিল সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। নতুন করে সেটি পোস্ট করা হয়েছে পিএমএলএন নামক টুইটারে। ভারতীয় উইং কমান্ডারকে পরিবেশন করা চায়ের দাম লেখা রয়েছে MiG-21। এর আগেও পাকিস্তান একবার ভারতীয় বিমানবাহিনীর পাইলটের ছবি ব্যবহার করে নানান ভাবে ঠাট্টা করেছিল। বেশ কয়েক বছর কেটে গেলেও পাকিস্তানের দল পিএমএলএন সেই বিষয়গুলি নিয়ে এখনো তামাশা করতে ভুলছে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version