Model Railway Station: বদলে যাচ্ছে শৈব তীর্থ তারকেশ্বর, আর চিনতে পারবেন না! আধুনিক রঙে সাজছে স্টেশন

।। প্রথম কলকাতা ।।

Model Railway Station: বদলে যাচ্ছে তারকেশ্বর। আর চিনতে পারবেন না। ট্রেন থেকে নামলে মনে হবে অন্য কোথাও এসেছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনার প্রিয় শৈব তীর্থ সাজছে নতুন রূপে। আধুনিক রঙে মুড়ে ফেলা হচ্ছে তারকেশ্বর স্টেশনকে। পাবেন প্রচুর সুযোগ-সুবিধা। থাকা খাওয়ার কোন সমস্যাই হবে না। মহাদেবের মাথায় জল ঢালতে তারকেশ্বর কবে যাচ্ছেন? জেনে রাখুন এই বদলগুলো। তাহলে জায়গাটা চিনতে সুবিধা হবে।

আধুনিক প্রযুক্তিতে ঝাঁ চকচকে হয়ে উঠবে তারকেশ্বর স্টেশন। ট্রেন থেকে নামলে মনে হবে মন্দিরে দাঁড়িয়ে আছেন। ঠিকই শুনছেন। তারকেশ্বর মন্দিরের আদলে সাজানো হচ্ছে স্টেশনটিকে। ইতিমধ্যেই পূর্ব রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা তারকেশ্বরে গিয়ে বিষয়টা পরিদর্শন করে এসেছেন। আধুনিকীরণের পাশাপাশি থাকবে প্রচুর পরিষেবা। উপকার পাবেন যাত্রীরা।

অমৃত ভারত প্রকল্পে রয়েছে দেশের ১২৭৫ টি রেল স্টেশন। এই প্রকল্পের আওতায় এই রাজ্যে সাজানো হবে প্রায় ৯৪টি স্টেশন। উপকার পাবে বিপুল সংখ্যক রেল যাত্রী। সেখানেই জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের এই শৈব তীর্থের রেল স্টেশন। সারা বছরই ভক্তদের ভিড়ে গমগম করে তারকেশ্বর। বেশি ভিড় হয় চৈত্র, বৈশাখ এবং শ্রাবণ মাসের মেলায়। শুধু এ রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই উদ্যোগ। যাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তাই খুঁটিনাটি সমস্ত ব্যবস্থা করবে রেল। স্টেশনেই থাকবে যাত্রীদের জন্য পার্কিংএর ব্যবস্থা। ফুড প্লাজা, আরওবি সহ হবে বহু কাজ। আশা করা হচ্ছে, আগামী দেড় বছরের মধ্যেই আমুল বদলে যাবে তারকেশ্বর স্টেশন। দূর থেকে ষ্টেশনটিকে দেখলে মনে হবে যেন তারকেশ্বরের মন্দির দেখছেন। সেভাবেই সাজানো হবে স্টেশনের বাইরেটা। স্টেশনে ট্রেন ঢোকা কিংবা বেরোনোর পথে প্রচুর যানজট তৈরি হয়। একসাথে পড়ে তিনটে রেলগেট। তাই বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপর রেলগেটে হবে ওভার ব্রিজ। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আরও চওড়া করা হবে ফুটওভার ব্রিজ। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও থাকতে হবে না। বসার জন্য থাকবে প্রচুর চেয়ার।

স্টেশনটি বহু বছরের পুরনো। বছরের পর বছর যাত্রীরা একই স্টেশন দেখছেন। স্টেশনের রূপে কোন পরিবর্তন আসেনি। স্টেশনটি নান্দনিক রূপে সাজলে পর্যটকরাও খুশি হবেন। দীর্ঘযাত্রার পর স্বস্তিতে পা ফেলতে পারবেন প্ল্যাটফর্মে। তাই তো নতুন আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষরা। স্টেশন চত্বরে এলাকা ঘিরে গড়ে উঠতে পারে অত্যাধুনিক মার্কেট। স্বাভাবিকভাবেই তখন বৃদ্ধি পাবে ব্যবসায়িক পসার। তারকেশ্বর স্টেশন উন্নত হলে বাড়বে তীর্থযাত্রীর সংখ্যা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version