Sha Rukh-Sourav: বিতর্ক উড়িয়ে KIFF-এর মঞ্চে গলা মেলালেন শাহরুখ-সৌরভ! কিং খানের প্রশংসায় দাদা

।। প্রথম কলকাতা।।

Sha Rukh-Sourav: দুই দুনিয়ার দু’জন জনপ্রিয় ব্যক্তিত্ব। আজ তাঁরা একসঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে। একটা সময় গিয়েছে যখন তাঁদের দুজনের সম্পর্ককে ঘিরে বহু জল্পনা-কল্পনা শোনা গিয়েছে। শাহরুখের আইপিএল দল নাইট রাইডার্সের প্রথম অধিনায়ক তিনি। পরে তাঁকে সে অধিনায়কত্ব ছাড়তে হয়। নতুন দলের হয়ে খেলে আইপিএল কেরিয়ার শেষ করেন সৌরভ। আর তাঁদের দু’জনের মতবিরোধ নিয়ে অনেক কানাঘুষ শোনা গিয়েছে। এবার সমস্ত বিতর্ক ভুলে একসঙ্গে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে গলা মেলালেন শাহরুখ খান ও সৌরভ গাঙ্গুলী।

আজ, বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) উপলক্ষে ফের তিলোত্তমায় পা রেখেছেন কিং খান। তাঁর আগমনে শহরজুড়ে উৎসবের মেজাজ। এদিন একই মঞ্চে উপস্থিত হয়েছেন বিগ-বি থেকে শুরু করে জয়া ভাদুড়ি (Jaya Bachchan), শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), অরিজিৎ সিং, কুমার শানু, কিং খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) মত নামিদামি তারকারা। ফিল্ম ফেস্টিভ্যালে চাঁদের হাট বসেছে শহরের বুকে। আর এখানে অংশ হতে পেরে আপ্লুত হয়েছেন দাদা। নিউজ 18-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলেছেন, ‘এই নিয়ে আমার দ্বিতীয়বার এখানে আসা। আমি ফিল্ম ফেটার্নিটির লোক নই। শেষ দু’বছর মহামারীর জন্য খুব কঠিন সময় কেটেছে সকলেরই। কিন্তু ফের আবার আমরা সেলিব্রেশনের মতো একটা মঞ্চ পেয়েছি’।

মঞ্চে কিং খানের সঙ্গে গলা মেলান দাদা। সেইসঙ্গে প্রশংসা করেছেন তাঁর। বলেন, ‘শাহরুখের সঙ্গে এই শহরের সম্পর্ক শুধুমাত্র সিনেমার দ্বারা আবদ্ধ নয়। কলকাতা নাইট রাইডার্সের মালিকও। শুধু সিনেমা নয়, খেলাধুলার সঙ্গে জড়িয়ে রয়েছে। আগামী দু-তিন মাসে ওঁর বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। আশা করছি, ফের পুরনো শাহরুখের দেখা পাওয়া যাবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, পরের কয়েক মাসে বিশেষ কিছু মুহূর্ত অপেক্ষা করে রয়েছে’।

পাশাপাশি ‘বাংলার জামাই’ অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা জানিয়ে মহারাজ তাঁর শতায়ু কামনা করেছেন। রিপোর্ট অনুযায়ী তিনি বলেছেন, ‘অমিতজি ৮০ বছর পূর্ণ করেছেন। গত কয়েক মাসে তাঁর সঙ্গে যোগাযোগ হয়নি। এই মঞ্চে দাঁড়িয়ে ওঁনাকে শুভেচ্ছা জানাই। আমরা প্রার্থনা করি, আপনি আরও কাজ করুন। আপনার ভক্ত শুধু দেশে নয়, গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। যতদিন পারবেন আনন্দ দিন’। এদিন নিন্দুকদের বলা কথা এক লহমায় উড়িয়ে দিয়েছেন দাদা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version