Shah Rukh Khan: এক টাকায় ছবি করতে রাজি শাহরুখ খান, এই কারণেই ফস্কে যায় সুযোগ

।। প্রথম কলকাতা ।।

 

Shah Rukh Khan: মাত্র এক টাকায় ছবি সাইন করেছিলেন শাহরুখ খান। এই ছবি করার জন্য নাছোড়বান্দা ছিলেন কিং খান। পরিচালককে কথাও দিয়ে দিয়েছিলেন। তবুও এক অদ্ভুত কারণে ব্লকব্লাস্টার এই ছবি হাতছাড়া করেন বাদশা। ছবি ছেড়ে দিয়ে পস্তাচ্ছেন কিং খান। কোথায় ভুল হয়েছিল? কেনই বা শেষপর্যন্ত এই ছবি ছেড়ে দিলেন শাহরুখ খান? জানতে চান, সেই ছবিটির নাম কী? শেষ পর্যন্ত কার হাতে গেছিল ছবির অফার। অবশেষে বাদশা নিজেই ফাঁস করলেন সেই ঘটনা।

 

ব্যাপারটা শুনতেই হয়ত অনেকের অবাক লাগছে। তিনি হচ্ছেন বলিউডের কিং খান। এক বিরাট সাম্রাজের অধিপতি তিনি। দেশ তো বটেই বিদেশেও তার অগণিত ভক্ত। সেই শাহরুখ কি না মাত্র এক টাকায় ছবি সাইন করেছিলেন। নাহ্, এ কোনও গুজব নয়। এক সাক্ষাৎকারে এই খবর জানিয়েছিলেন খোদ শাহরুখ। কিং খানের জীবনের এই ঘটনা কিন্তু অনেকেই জানেন না।

 

হ্যাঁ জানাবো। তবে তার আগে বলুন তো, অনিল কাপুরের ‘নায়ক’ ছবির কথা মনে আছে আপনার? বলিউডের অন্যতম কাল্ট ক্লাসিক ছবি এটি। সেই সময় এই ছবির সৌজন্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মিস্টার ইন্ডিয়া। তবে আপনি এটা জানেন কি, সবার প্রথমে এই ছবির অফার পেয়েছিলেন শাহরুখ খান। এবং এই ছবির জন্য মাত্র ‘এক টাকা’ পারিশ্রমিক দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ‘এক টাকা’ কেন? এর নেপথ্য কারণটা কী?

 

এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই ফাঁস করেছিলেন সেই কথা। শোনা যায়, চুক্তিপত্রে সই অবধি করে ফেলেছিলেন কিং খান। পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র এক টাকা। বলেছিলেন পরে ডেট দেবেন। তবে সেই ডেট দেওয়া আর হয়নি।

 

আসলে ‘নায়ক’র তামিল সংস্করণ বেশ পছন্দ করেছিলেন শাহরুখ। সেটা দেখেই ছবি সাইন করেছিলেন অভিনেতা। তবে পরে নাকি অভিনেতার মন বদলে যায়। দক্ষিণ ভারতের মানুষজন তো ছবিটি ভালোই পছন্দ করেছিল। তবে উত্তর ভারতের মানুষ কি এই ছবিটি আদৌ ভালোভাবে নেবে? এটা নিয়েই সন্দিহান ছিলেন শাহরুখ। আর সেই ভাবনা থেকেই ছবি থেকে সরে আসেন অভিনেতা। শেষমেষ ছবিতে অভিনয় করেন অনিল কাপুর।

 

ব্যাস, বাকিটা তো ইতিহাস। ম্যাসিভ হিট হয়েছিল ‘নায়ক’। ছবির সংলাপ তো আজও মানুষের মুখে মুখে। ছবিটা যদি শাহরুখ না ছাড়তেন তাহলে হয়ত তার ঝুলিতে আরও একটা ব্লক ব্লাস্টার হিট অ্যাড হয়ে যেতে পারত। সেক্ষেত্রে দর্শক কীভাবে নিতেন? শাহরুখ কি পারতেন অনিল কাপুরকে ছাপিয়ে যেতে? কী মনে হয় আপনার?

 

হতেই পারত কিন্তু‌। এমনিই শাহরুখের ক্রেজ তখন তুঙ্গে। সেখানে নায়কের মত একটা ছবিতে কিং খানকে কিন্তু ভালোই মানাতো। সেই সাথে উপরি পাওনা হত শাহরুখ আর রাণীর জুটি। তবে সম্প্রতি শোনা যাচ্ছে ‘নায়ক’র সিক্যুয়েল আনার কথা ভাবছেন সিদ্ধার্থ আনন্দ। পরিচালক হিসেবে থাকতে পারেন মিলন লুথরিয়ার। তবে সেক্ষেত্রে নায়িকা চরিত্রে রাণী মুখার্জীই থাকবেন কি না তা স্পষ্ট নয়‌।

https://fb.watch/sLKrhcx_NO/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version