Eastern Zonal Council Meeting: নবান্নে মুখোমুখি শাহ-মমতা, পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে আলোচনার বিষয়বস্তু কী কী?

।। প্রথম কলকাতা।।

Eastern Zonal Council Meeting: রাজ্যে হাজির শাহ। আজ, শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন তিনি। বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) সহ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav) ও ওড়িশার আরও দুই মন্ত্রী। এদিন সকাল ১১টার দিকে শাহের সভাপতিত্বে শুরু হয় বৈঠক। পূর্বাঞ্চলীয় পরিষদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খন্ড এবং সিকিম। ২০১৮-য় নবান্ন সভাগরে এই রাজ্যগুলির ২৩তম বৈঠক হয়েছিল। তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং।

‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, আজকের এই বৈঠকের দরুন আলোচনা হতে পারে নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত বিষয়েও। পাশাপাশি পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ‘এক দেশ, এক পুলিশ’ মোদীর (Narendra Modi) এই ভাবনায় আলোচনা হতে পারে। এর আগে গত ৫ নভেম্বর এই নিয়ে নবান্ন সভাগরে বৈঠক হওয়ার কথা ছিল। তা সভাপতিত্ব করার কথা ছিল শাহেরই (Amit Shah)। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়।

এদিন মাননীয়া সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে শাহের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষণ মহল। ২০২০-র ফেব্রুয়ারিতে সিএএ নিয়ে দেশজুড়ে প্রবল বিক্ষোভের মধ্যে ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে সামনাসামনি হয়েছিলেন শাহ আর মমতা। সেখানে NPR ও CAA নিয়ে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে সমন্বয় সাধনে নানা অমীমাংসিত বিষয় মিটিয়ে নেওয়াই আলোচনার মূল লক্ষ্য থাকে। এবারের বৈঠকে একসঙ্গে মমতা-শাহের উপস্থিতি আলাদা মাত্রা পেয়েছে। গত বছরের মে’তে ইয়াস ঘূর্ণিঝড়ের পর ভার্চুয়াল বৈঠক হয়েছিল শাহ-মমতার। বাংলাকে কেন্দ্রীয় সাহায্য নিয়ে মুখ খুলেছিলেন মাননীয়া। দেখার আজকের বৈঠকে কী কী বিষয় নিয়ে আদতে আলোচনা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version